সহেলি মিত্র, কলকাতাঃ আরও আধুনিক হতে চলেছে লোকাল ট্রেন (Local Train)। এবার শহরে লোকাল ট্রেনে মিলতে চলেছে একদম বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম অনুভূতি। আপনি এতদিন যেখানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে অটোমেটিক দরজা দেখতেন, এবার তেমনই দরজা লোকাল ট্রেনেও থাকবে, তাও কিনা নন এসি লোকাল ট্রেনে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নিশ্চয়ই ভাবছেন কোন রুটে এই পরিষেবা মিলবে? জানতে হলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
এবার Non AC লোকাল ট্রেনে মিলবে বন্দে ভারতের মতো সুবিধা
জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে অটোমেটিক দরজা সহ প্রথম নন-এসি লোকাল ট্রেন চলবে মুম্বাই শহরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘানসোলিতে একটি রেল ইভেন্টের সময় এই ঘোষণা করেছেন। লোকাল ট্রেনে ভ্রমণ করার সময় প্রতি বছর শত শত যাত্রী দুর্ঘটনায় মারা যান। তাই, স্বয়ংক্রিয় দরজা চালু করা একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়।
রেলমন্ত্রী বলেছেন যে ভবিষ্যতে, মুম্বাইয়ের সমস্ত লোকাল ট্রেনে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় দরজা লাগানো হবে। মুম্বাইয়ের সাম্প্রতিক দুর্ঘটনার পর, এই কাজের ব্যাপারে আরও জোর দেওয়া হয়েছে বলে খবর। রেল কর্তাদের মতে, রেট্রোফিটিং প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান ট্রেনগুলিতে অটোমেটিক দরজা ইনস্টল করা হবে। এদিকে, নতুন নন-এসি ট্রেনগুলির দরজাগুলি শুরু থেকেই একটি ক্লোজিং সিস্টেমের সঙ্গে ডিজাইন করা হবে। ভবিষ্যতে এসি লোকাল ট্রেনগুলিতেও এই ফিচারটি যুক্ত করা হবে।
এমনিতে ব্যস্ত সময়ে, একটি লোকাল ট্রেন প্রায় ৪,০০০ যাত্রী বহন করে, যখন এর ধারণক্ষমতা শুধুমাত্র ২,৫০০ থেকে ৩,০০০ এর মধ্যে। আর এর ফলেই সাম্প্রতিক সময়ে মুম্বাইতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। তবে এবার এই সমস্যা মিটবে। কারণ নন এসি লোকাল ট্রেনগুলিতে স্বয়ংক্রিয় বন্ধ দরজা যাত্রীদের নিরাপদ রাখতে এবং দুর্ঘটনা রোধ করতে সহায়তা করবে।
বাড়বে কোচের সংখ্যা
বর্তমানে, মুম্বাইয়ের বেশিরভাগ লোকাল ট্রেনে ১২টি কোচ রয়েছে। তবে আবার কিছু লোকাল ট্রেনে ১৫টি কোচ থাকে। রেলওয়ে এখন নতুন টেন্ডারে ১৭টি কোচের ট্রেন অন্তর্ভুক্ত করেছে এবং ভবিষ্যতে ১৮টি কোচের ট্রেন চালানোর বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে। কর্মকর্তারা বিশ্বাস করেন যে এটি ভিড়ের চাপ কমাবে। এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্টভাবে বলেছেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য যাত্রীদের নিরাপত্তা। অতএব, ভবিষ্যতে, মুম্বাইয়ের সমস্ত লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় দরজা থাকবে। এই পরিবর্তনগুলি যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।”