বিক্রম ব্যানার্জী, কলকাতা: টানটান উত্তেজনার মধ্যে নানান মুহূর্তের সাক্ষী থাকল রবিবারের এশিয়া কাপ। পাকিস্তানের হাড়ভাঙা পরিশ্রম থেকে, ব্যাট হাতে ভারতের ধবল ধোলাই, সবটাই দেখেছে আজকের দর্শক। তবে, সব কিছুর শেষে হাসিটা বোধ হয় সূর্যকুমার যাদবদের জন্যই তোলা ছিল। তাই তো, একটা রবিবারের পর ফের আরও এক রবির রাতে বলা ভাল, মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায় বিদায় নিল অমঙ্গল, থুড়ি পরাস্ত হল পাকিস্তান (India Beats Pakistan)।
শত চেষ্টা করেও ভারতের বিরুদ্ধে ভাগ্য ফেরাতে পারল না সলমানের দল
ভারতের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে শুরুটা ভালই করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে সেটা সম্ভব হতো না যদি, ভারতের ছেলেরা একের পর এক ক্যাচ মিস করতেন। শুরুর দিকে পুরনো পরাজয় যন্ত্রণা ভুলতে একেবারে কোমর বেঁধে লড়েছে পাক দল। এদিন পাওয়ার প্লে তে ব্যাট ঘুরিয়ে ভারতের বিরুদ্ধে সমানে সমানে লড়াই করেছে পশ্চিমের দেশ। যার জেরে 10 ওভার শেষ 91 রানে মাত্র 1 উইকেট হারিয়ে দৌড়াচ্ছিলেন সলমান আলি আঘারা।
বলা বাহুল্য, এদিন ভারতীয় বোলাররা শুরুর দিকে নিজেদের জলবা দেখাতে পারেননি। আর সেটাই পাকিস্তানের কাছে বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছিল। সেই সূত্র ধরে রেখেই নির্ধারিত 20 ওভার শেষে ভারতের উদ্দেশ্যে অকল্পনীয় 172 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকবাহিনী। যা দেখে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়া সমর্থকরা। তবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং শুভমন গিল বুঝিয়ে দিলেন, এটা ভারত। মেন ইন ব্লুর কাছে কোনও কিছুই অসম্ভব নয়। রবিবার পাকিস্তানকে একেবারে ধবল ধোলাই করে শূন্য উইকেটে শতরান ছুঁয়ে ফেলে ভারতীয় দল।
অবশ্যই পড়ুন: কী কারণে নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন জুবিন গর্গ? জানুন সেই করুণ কাহিনী
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যে অপেক্ষাটা এতদিন ভারতীয় সমর্থকরা করে আসছিলেন, রবিবারের রাতে ব্যাটে ঝোড়ো হাওয়া তুলে সেই অপেক্ষার অবসান ঘটালেন গিল। এদিন বন্ধু অভিষেকের সাথে জুটি বেঁধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ফাহিম আশরাফের দুরন্ত ঘূর্ণিতে 28 বল খেলে 8টি চার সহযোগে 47 রান করে মাঠ ছাড়েন শুভমন। তবে সতীর্থ চলে গেলেও ভারতের হয়ে লড়ে গিয়েছিলেন অভিষেক। যদিও কিছু সময়ের মধ্যে 74 রানে তাঁকেও ময়দান ছাড়তে হয়। এতে অবশ্য সমস্যা হয়নি ভারতের।
জাতীয় দলের দুই ওপেনার যা করে দিয়ে গেছেন, সেটাকেই ধরে রেখে রবির রাতে ভারতকে জয়টা উপহার দিলেন সঞ্জু স্যমসন, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া। এদিন পাকিস্তানের বোলারদের সাথে একেবারে ছেলে খেলা করেই বাউন্ডারি, ওভার বাউন্ডারিতেই হাইভোল্টেজ ম্যাচ পকেটস্থ করল সূর্যর ভারত। তবে দুঃখের বিষয়, আজ ব্যাটে রান পাননি অধিনায়ক যাদব। যদিও তাতে দুঃখ নেই তাঁর! আর যাই হোক, প্রতিপক্ষ পাকিস্তানের হাজারো নাটকীয়তার পর ফের 6 উইকেটের জয়টা বুঝিয়ে দিয়েছে ভারতের মাটি শক্ত। এখানে কামড় বসালে শত্রুর দাঁতটাই আগে ভাঙা পড়বে।