আজ থেকেই লাগু নয়া GST, কোন কোন জিনিস সস্তা হল, কোনটা দামি? দেখুন লিস্ট

Published on:

GST Reform

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ সেপ্টেম্বর, ২০২৫। নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর হল জিএসটি সংস্কার বা জিএসটি ২.০ (GST Reform)। আর এই সংস্কারের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, প্রত্যেকের দৈনন্দিন জীবনে বিরাট প্রভাব পড়বে। কারণ আজ থেকে নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম একেবারে তলানিতে ঠেকছে। তবে কিছু খারাপ খবরও থাকছে। কারণ বিলাসবহুল বা ক্ষতিকারক পণ্যের দাম এবার কয়েকগুণ বাড়বে। চলুন জেনে নেওয়া যাক, আজ থেকে কোন কোন জিনিস সস্তা হল এবং কোন কোন জিনিসের উপরে চাপ পড়ল।

কোন কোন জিনিস সস্তা হল?

সরকারের নতুন কর কাঠামো অনুযায়ী এবার সাধারণ পরিবারের খরচ কিছুটা হলেও হালকা হবে। কারণ রান্নাঘরের জন্য দরকারি খাবার, শিশুদের পড়াশোনার সামগ্রী এবং বহু গৃহস্থালীর জিনিসপত্রের দাম অনেকটাই কমেছে। যেমন—

খাদ্যপণ্য- দুধ, ছানা, পনির, প্যাকেটজাত বিভিন্ন রুটি, পরোটা, মাখন, ঘি, ভোজ্য তেল, চিনি, বিস্কুট, জ্যাম, জেলি, নুডুলস, কনফ্লেক্স, ফলের রস ইত্যাদি পণ্য আগের থেকে অনেকটাই সস্তা হবে।

শিক্ষা সামগ্রী- বই, খাতা, নোটবুক, পেন্সিল, পেন, ইরেজার, গ্লোব, প্র্যাকটিস বুক, মানচিত্র সবকিছুর উপর এবার শূন্য জিএসটি কার্যকর করা হচ্ছে, অর্থাৎ আর কোনওরকম কর দিতে হবে না। ফলে দাম অনেকটাই কমবে।

স্বাস্থ্য ও জীবন বীমা- ৩৩টি জীবন রক্ষাকারী ওষুধের উপর জিএসটি তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যার মধ্যে ক্যান্সারের মতো মারণ রোগের তিনটি ওষুধ রয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমা এবার সম্পূর্ণ করমুক্ত করা হচ্ছে।

গৃহস্থালীর জিনিসপত্র- গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, সেলাই মেশিন, শিশুদের ডাইপার, টেবিল, মোমবাতি, টেবিল ক্লথ, সবকিছুর দাম এবার কমবে।

ইলেকট্রনিক্স সামগ্রী- টিভি, এসি, ওয়াশিং মেশিনের মতো জিনিসের দাম এবার অনেকটাই কমবে। কারণ জিএসটি ২৮% থেকে ১৮%-এ নামিয়ে আনা হয়েছে।

কৃষিজ সরঞ্জাম- কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, টায়ার, সেচ ব্যবস্থা, কম্পোস্টিং মেশিন, হারভেস্টার ইত্যাদির দাম এবার অনেকটাই কমবে।

পরিষেবা খাত- প্রতিদিন ৭৫০০ টাকার নীচে যদি কোনও হোটেল ভাড়া নেন, তাহলে এবার জিএসটি অনেকটাই কমানো হবে। পাশাপাশি ১০০ টাকার নীচে সিনেমার টিকিট বা বিউটি সার্ভিসও এখন অনেকটাই সস্তায় পাওয়া যাবে।

কোথায় চাপ বাড়ল?

তবে যদিও সাধারণ পরিবারের খরচ কিছুটা হালকা হবে, কিন্তু কিছু বিলাসবহুল পণ্য ভোক্তাদের পকেট থেকে এবার আরও বেশি টাকা খসবে। যেমন—

  • বড় বড় SUV, প্রিমিয়াম গাড়ি, ৩৫০ সিসির উপরে মোটরবাইক, রেসিং কার, এগুলোর উপর জিএসটি বাড়িয়ে ৪০% করা হচ্ছে।
  • ক্যাসিনো, রেস ক্লাব, জুয়া খেলাতেও এবার জিএসটি ২৮% থেকে বাড়িয়ে ৪০% নিয়ে যাওয়া হচ্ছে।
  • সিগারেট, তামাকজাত বিভিন্ন পণ্য, কার্বোনেট পানীয়র উপর জিএসটি এবার অনেকটাই বাড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ মহালয়ার রাতে ইকো পার্কে পাশে পুলিশকর্মীকে পিষে দিল বেপরোয়া গাড়ি! মৃত এক, আহত দুই

এক কথায়, এই নতুন জিএসটি সংস্কারকে অনেকেই কমন ম্যান ফ্রেন্ডলি রিফর্ম বলছে। কারণ একদিকে রান্নাঘর থেকে পড়াশোনা, স্বাস্থ্য, ইলেকট্রনিক্স সবকিছুতে প্রচুর ছাড় পাওয়া যাবে। আবার অন্যদিকে বিলাসিতা বা ক্ষতিকারক পণ্যের উপর বোঝা অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥