প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। চারিদিকে সাজো সাজো রব। কিন্তু এই উৎসবের মরশুমেও খাস কলকাতায় ফের শ্যুট আউট। চারু মার্কেটের পরে এবার গার্ডেনরিচে (Garden Reach) সকাল সকাল ঘটল ভয়ংকর ঘটনা। ফুটপাতে যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। গার্ডেনরিচে ডিসি পোর্টের অফিসের কাছেই এই ঘটনা ঘটেছে। উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ একটি কালো ব্যাগও।
ঠিক কী ঘটেছে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহালয়ার পরেরদিন অর্থাৎ আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে গার্ডেনরিচে ডিসি পোর্টের অফিসের কাছে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ। এদিকে ব্যস্ত সময় সকাল সকাল গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষ। সেখানে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে পশ্চিম বন্দর থানায় খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। প্লাস্টিকে ঢেকে দেওয়া হয় ওই যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার এবং একটি ব্যাগ পাওয়া গিয়েছে।
ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ
জানা গিয়েছে ৩০ বছরের ওই যুবকের মাথায় গুলি লেগেছে। রক্তাক্ত দেহের পাশেই পড়ে ছিল বন্দুক এবং একটি ব্যাগও। তবে আদতে কী কারণে এই ঘটনা তা জানতে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করে তাঁর হাতে অস্ত্র ধরিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। যাতে এই ঘটনাকে আত্মহত্যা মনে হয়। অথবা ওই যুবক সত্যিই আত্মহত্যা করে থাকতে পারেন। কিন্তু সেক্ষেত্রে বন্দুক এল কোথা থেকে? তাই সবটা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন: আচমকাই বন্ধ রফতানি! পদ্মার ইলিশ আর ভারতে পাঠাচ্ছে না বাংলাদেশি মৎস্য ব্যবসায়ীরা
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার মহালয়ার দিন দুপুর সাড়ে ১২টার সময় খাস কলকাতায় চালানো হয়েছিল গুলি। চারু মার্কেট এলাকার একটি জিমে আচমকা ঢুকে গুলি চালান দুই দুষ্কৃতী। জিমের মালিককে নিশানা করে গুলি চালানো হয় বলে অভিযোগ, যদিও ঘটনার সময় মালিক জিমে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। কে বা কারা এভাবে ভরদুপুরে গুলি চালাল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুজোর আগে কলকাতায় দুষ্কৃতীদের এই তান্ডব প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে শহরে নিরাপত্তা নিয়ে।