সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ছোট ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার বা ফলমূল বিক্রেতা কিংবা সেলুন দোকানের মালিকদের জন্য এবার বিরাট সুখবর। কারণ প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM SVANidhi Scheme) মাধ্যমে এবার ৯০ হাজার টাকা লোন পাওয়া যাবে কোনওরকম জামানত ছাড়াই। এখনও পর্যন্ত এই স্কিমের মাধ্যমে ৬৮ লক্ষেরও বেশি ভেন্ডার এবং ক্ষুদ্র ব্যবসায়ী লোন পেয়েছে বলে খবর।
প্রসঙ্গত, সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে যে, এই স্কিম ৩১ মার্চ, ২০৩১ পর্যন্ত বাড়ানো হবে। আর এতে মোট ১.৫ কোটি বেশির মানুষ সুবিধা পাবে, যার মধ্যে ৫০ লক্ষ নতুন সুবিধাভোগী রয়েছে। পাশাপাশি সরকার এই স্কিমে মোট ৭৩৩২ কোটি টাকা খরচ করবে। চলুন বিস্তারিত জেনে নিই এই লোন স্কিম সম্পর্কে।
লোনের বিস্তারিত সুবিধা
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা হল একটি মাইক্রোক্রেডিট স্কিম। এর প্রধান বৈশিষ্ট্য হল, এখানে জামানত ছাড়াই লোন পাওয়া যাবে। এমনকি সর্বাধিক ৯০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, যেখানে আগে ছিল ৮০ হাজার টাকা। আর এই লোন মূলত তিনটি কিস্তিতেই দেওয়া হবে। প্রথম কিস্তিতে ১৫ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ২৫ হাজার টাকা আর তৃতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা পাওয়া যাবে। যারা সময় মতো দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে পারবে, তাদেরকে ইউপিআই লিঙ্কড Rupay ক্রেডিট কার্ড দেওয়া হবে. আর এই কার্ড ব্যবসা সম্প্রসারণ বা ব্যক্তিগত কাজও লাগানো যাবে।
প্রসঙ্গত, সরকার ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করে তোলার জন্য ভেন্ডারদের হোলসেল ও রিটেইল লেনদেনে ১৬০০ টাকা পর্যন্ত ডিজিটাল ক্যাশব্যাকেরও ব্যবস্থা করেছে।
কোথা থেকে পাবেন এই লোন?
এই স্কিমের আওতায় মূলত নির্ধারিত কমার্শিয়াল ব্যাঙ্ক, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও কোঅপারেটিভ ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে লোন পাওয়া যাবে।
প্রসঙ্গত, এই স্কিমের বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম SIDBI। তবে এর সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড ও ভোটার কার্ড আবশ্যক। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ডের মাধ্যমেও কেওয়াইসি করা যাবে।
আরও পড়ুনঃ ‘সবাই চটিচাটা’ অনির্বাণের হুলি-গান-ইজম’ গানের ভূয়সী প্রশংসা কুণালের!
উল্লেখ্য, প্রয়াগরাজের মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে জনকল্যাণ মেলায় স্ট্রিট ফুড ভেন্ডারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই মেলাটি প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে শুরু হয়েছে এবং চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এই স্কিমের আওতায় বিশেষ ট্রেনিং দিয়ে লোনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তাই আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না।