মাঝ আকাশে বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের চেষ্টা! গ্রেফতার এক যাত্রী সহ ৮

Published on:

Air India Flight Hijack Scare a person illegally try to enter cockpit

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নবরাত্রির প্রথম দিনেই আতঙ্কের খবর। মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার এক বিমানে হুলস্থুল কান্ড। গোটা বিমান হাইজ্যাকের চেষ্টা (Air India Flight Hijack)! অভিযোগ, সোমবার বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার ফ্লাইটে এক বিমানযাত্রী নাকি জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন। ঘটনাটি ঘটেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-1086 নম্বর ফ্লাইটে।

বিমান কর্মীদের অভিযোগ

সোমবার, বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার IX-1086 বিমানটি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মাঝ আকাশে হঠাৎ এক বিমানযাত্রী জোর জবরদস্তি বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করেন। সেই সময় অন্যান্য যাত্রী থেকে শুরু করে বিমান কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে শুনতে চাননি তিনি।

বিমান কর্মীদের অভিযোগ, ওই ব্যক্তি খুব সম্ভবত বিমান হাইজ্যাক করার চেষ্টা করছিলেন। একথা বুঝতে পেরেই তড়িঘড়ি বিমানের পাইলটকে খবর দেন কর্তব্যরত কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর কয়েকজন যাত্রীর সহযোগিতায় ওই ব্যক্তিকে বাধা দিতে সফল হন কর্মীরা। আপাতত যা খবর বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করার আগে পর্যন্ত ব্যক্তিকে অনেক কষ্টেশিষ্টা আটকে রাখা হয়েছিল।

যদিও রিপোর্ট বলছে, বিমানটি বারাণসী এয়ারপোর্টে ল্যান্ড করতেই ওই সন্দেহভাজন যাত্রীকে সিআইএসফের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাদের হেফাজতেই রয়েছেন তিনি। এদিকে গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই ফ্লাইটের যাত্রী থেকে শুরু করে বারাণসী বিমানবন্দরে।

অবশ্যই পড়ুন: জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুরু হবে মহিলা বিশ্বকাপ, ঘোষণা BCCI-র

প্রসঙ্গত, বেঙ্গালুরু থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিতে মোট 163 জন যাত্রী ছিলেন। একটি রিপোর্ট আবার বলছে, একজন বিমান যাত্রী জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করছেন একথা কর্মীদের তরফে জানতে পেরেই তড়িঘড়ি নিরাপত্তা এজেন্সিকে খবর দিয়েছিলেন ওই বিমানের পাইলট। এরপরই বারাণসী এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করতেই বিমানের এক যাত্রীসহ মোট 8 জনকে আটক করেছে সিআইএসফ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥