প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টি দুর্যোগের মাঝেই এবার শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)! এত দিন যে পরীক্ষা শীতশেষের বেলায় হত এখন নয়া শিক্ষাবর্ষে সেই পরীক্ষা সেপ্টেম্বরের শুরুতেই হয়েছে। সেমিস্টার পদ্ধতির ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কড়া পদক্ষেপ নিয়েছিল শিক্ষা সংসদ। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে নেওয়া হয়েছিল একাধিক সিদ্ধান্ত। এমতাবস্থায় পরীক্ষার শেষ দিনে প্রশ্নপত্র ভুল নিয়ে উঠলো একাধিক অভিযোগ।
বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা নিয়ে শোরগোল
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী গত শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অঙ্ক পরীক্ষা দিয়ে বেশ ক্ষোভ উগড়ে দিয়েছিল। অভিযোগ ছিল নির্ধারিত সময়ের মধ্যে ওএমআর শিটে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি। তবে প্রশ্ন কঠিন ছিল না, সেক্ষেত্রে প্রশ্ন খুবই সহজ হয়েছিল। মূল সমস্যা তৈরি হয়েছিল প্রশ্নপত্রের দৈর্ঘ্য এবং অঙ্ক করার জায়গা নিয়ে। প্রথমবার ওএমআর শিট-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল পড়ুয়ারা। মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে উত্তর দিতে হয়েছে তাদের। আর তাতেই সমস্যা হয়। আর এবার অভিযোগ উঠল, বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে।
আশ্বাস দিয়েছে সংসদের সভাপতি
আজ অর্থাৎ সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের শেষ পরীক্ষা ছিল। বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা নিয়ে সকলেই একটু চিন্তিত ছিল। এমতাবস্থায় জানা যায়, বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রয়েছে। একই সঙ্গে দু’টি প্রশ্নের ভুল ধরা পড়ায় উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। তবে এক্ষেত্রে সংসদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, সত্যিই যদি প্রশ্নপত্রে ভুল থাকে, তাহলে পরীক্ষার্থীদের চেষ্টার ভিত্তিতে পুরো নম্বর দেওয়া হবে। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “পরীক্ষার্থীরা প্রশ্ন দু’টি দেওয়ার চেষ্টা করলেই পূর্ণ নম্বর পাবেন।” তবে, প্রশ্নপত্রের ভুল প্রসঙ্গে মডারেটরদের সঙ্গে আগে কথা বলা হবে।
আরও পড়ুন: ‘সবাই চটিচাটা’ অনির্বাণের হুলি-গান-ইজম’ গানের ভূয়সী প্রশংসা কুণালের!
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে কী ভাবে ৪০ বা ৩৫ নম্বরের পরীক্ষা হবে তা নিয়ে অনেকেই চিন্তিত ছিল। আজ ছিল শেষ পরীক্ষা। তবে আজ বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা ছাড়াও ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা। কিন্তু দু’টি বিষয়ের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা না গেলেও বায়োলজিক্যাল সায়েন্স-এর প্রশ্নপত্রে ভুল ধরা পড়ায় ঘাবড়ে গিয়েছে পরীক্ষার্থীরা।