সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের আগে যদি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দারুণ সুখবর। কারণ, সম্প্রতি জিএসটি (GST) কমার কারণে মাহিন্দ্রার গাড়ির দাম অনেকটাই কমেছে। আর এবার কোম্পানি ঘোষণা করল আরও ছাড়। মডেল ভেদে এবার গ্রাহকরা 2.56 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছে। এর মধ্যে বোলোরো Bolero, Bolero Neo, Thar, Scorpio, XUV এর মতো গাড়িগুলি রয়েছে।
Bolero গাড়িতে বিরাট ছাড়
মাহিন্দ্রার সবথেকে জনপ্রিয় গাড়ি হল Bolero। আর এবার Bolero নিয়ে আসলো বিরাট সুখবর। কারণ ছাড়ের দিক থেকে এই গাড়ি তালিকার শীর্ষে। এই গাড়িটির দাম শুরু হচ্ছে এখন মাত্র 8.79 লক্ষ টাকা থেকে। ফলে 2.56 লক্ষ টাকা ছাড় মিলছে। GST-র দরুন 1.27 লক্ষ টাকা দাম কমছে, সাথে অতিরিক্ত 1.29 লক্ষ টাকা ছাড় মিলছে।
XUV 3XO
কয়েক মাস আগে বাজারে আসা এই গাড়িটি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করে ফেলেছে। আর এবার এই গাড়ি আরও সস্তা হল। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 7.88 লক্ষ টাকা থেকে। মোট 2.46 লক্ষ টাকা ছাড় মিলছে এই গাড়িতে। জিএসটির কারণে 1.56 লক্ষ টাকা, আর অতিরিক্ত ছাড় 90 হাজার টাকা।
Thar ও Thar Rocks
অ্যাডভেঞ্চার প্রেমিদের প্রিয় গাড়ি Thar-এও এবার মিলছে বিরাট ছাড়। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 10.32 লক্ষ টাকা থেকে। গাড়িটিতে 1.35 লক্ষ টাকা জিএসটি, আর 20 হাজার টাকা অতিরিক্ত ছাড় মিলিয়ে মোট 1.55 লক্ষ টাকা সেভিংস হচ্ছে। অন্যদিকে Thar Rocks মডেলে 1.53 লক্ষ টাকা ছাড় মিলছে।
XUV 700
কোম্পানির সবথেকে প্রিমিয়াম জনপ্রিয় XUV 700 গাড়িতে আরও ছাড় মিলছে। কারণ এর এখন দাম শুরু হচ্ছে মাত্র 13.19 লক্ষ টাকা থেকে। জিএসটির কারণে 1.43 লক্ষ টাকা ছাড় এবং অতিরিক্ত 81 হাজার টাকা ছাড় মিলিয়ে মোট 2.24 লক্ষ টাকা সেভিংস হবে এই গাড়িটি কিনলে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের জীববিদ্যা পরীক্ষার প্রশ্নপত্রে ভুল! নম্বর মিলবে? জানাল সংসদ
Scorpio Classic এবং Scorpio N
Scorpio Classic-এ এখন মোট 1.96 লক্ষ টাকা ছাড় মিলছে। আর Scorpio N-এ এখন মোট 2.5 লক্ষ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। তাই যারা বড় এবং শক্তিশালী কোনও SUV চান, তাদের জন্য এই দুটি গাড়ি একেবারে সেরা বিকল্প তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বলা যায়, এই উৎসবের মরসুম মাহিন্দ্রার গাড়ি কেনার একেবারে সেরা সময়। কারণ, 2.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মুখের কথা নয়।