আজ থেকেই লাগু নয়া GST, ১৯ হাজার টাকা সস্তা হল Royal Enfield Meteor 350

Published on:

Royal Enfield Meteor 350

সৌভিক মুখার্জী, কলকাতা: বাইক প্রেমীদের জন্য বিরাট সুখবর। আজ থেকে কার্যকর হয়েছে নতুন হারে GST। ফলে মোটরসাইকেলের দামে বিরাট পরিবর্তন এসেছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে Royal Enfield Meteor 350-এ। এই বাইকটি রয়্যাল এনফিল্ডের সবথেকে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত মডেল। এর দাম কমায় গ্রাহকরা আরও স্বস্তি পাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

8.2% পর্যন্ত কমল দাম

প্রসঙ্গত, Meteor 350-এর মোট চারটি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যায়। আর সেগুলি হল— Fireball, Stellar, Aurora and Supernova। চারটি ভ্যারেন্টের দামই মোটামুটি গড়ে 8.2% হ্রাস পেয়েছে। প্রতিটি মডেলভিত্তিক দাম হল—

  • Meteor Fireball-এর আগে দাম ছিল 2,08,270 টাকা আর এখন দাম কমেছে 17,037 টাকা। ফলে এখন পাওয়া যাবে মাত্র 1,91,233 টাকায়।
  • Meteor Stellar-এর আগে দাম ছিল 2,18,415 টাকা। এখন দাম কমেছে 17,865 টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে 2,00,550 টাকা।
  • Meteor Aurora-এর আগে দাম ছিল 2,22,430 টাকা। এখন দাম কমেছে 18,196 টাকা। এখন নতুন দাম দাঁড়িয়েছে 2,04,234 টাকা।
  • Meteor Supernova-এর আগে দাম ছিল 2,32,545 টাকা। এখন দাম কমেছে 19,024 টাকা। এখন পাওয়া যাবে মাত্র 2,13,521 টাকায়।

আরও পড়ুনঃ যৌতুক না মেলায় অত্যাচার! পুত্রবধূকে ঘরে আটকেই সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকজন

কেন কমল দাম?

উল্লেখ্য, আগে 350cc বা তার নীচের বাইকে 28% জিএসটি এবং 1% করে সেস দিতে হতো। ফলে দাম অনেকটাই চড়ত। এখন সরকারের ঘোষণা অনুযায়ী, এই সেগমেন্টের বাইকের উপর মাত্র 18% জিএসটি ধার্য করা হয়েছে আর 1% সেসও মুকুব করা হয়েছে। অটোমোবাইল সেক্টরকে চাঙ্গা করতে এবং সাধারণ মানুষকে বাইক কেনায় উৎসাহিত করতে সরকারের এই পদক্ষেপ নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তাই যারা Royal Enfield Meteor 350 কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সোনায় সোহাগা অফার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥