প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টিমুখর আবহাওয়ার পূর্বাভাস অনেক আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে আকাশের চেহারা দেখে এবার সত্যি সত্যি মনে হচ্ছে পুজোতে বৃষ্টি (Weather Update) হতে চলেছে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এইমুহুর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে চলেছে। আশঙ্কা করা হচ্ছে যে আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে চলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই পুজোর কয়েকদিন বৃষ্টি পিছু নেবে দক্ষিণবঙ্গবাসীর। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এমনকি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলাতেও। তবে আর্দ্রতাজনিত অস্বস্তির দাপট কমবে না।
আরও পড়ুন: দুর্গাপুজোয় সামান্য খরচে গোটা উত্তরবঙ্গ ঘোরাবে NBSTC! প্যাকেজ কত?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবার সেই দুর্যোগ কাটতে চলেছে। উত্তরবঙ্গে এইমুহুর্তে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। একমাত্র শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। তবে আপাতত এখন ভারী বৃষ্টির কোন সম্ভাবনাই নেই।