শুরুতেই বেতন ৪৪,৯০০! UPSC-তে প্রচুর শূন্যপদে নিয়োগ

Published on:

UPSC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা কেন্দ্রীয় সরকারি চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। সম্প্রতি কেন্দ্রীয় লোকসেবা কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বিভিন্ন দপ্তরে ২১৩ টি শূন্যপদে নিয়োগ (UPSC Recruitment 2025) করা হবে। জানা যাচ্ছে, মেডিকেল অফিসার থেকে শুরু করে লিগাল এডভাইজার, লেকচারার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তবে সবথেকে বড় ব্যাপার, এখানে চাকরি পেলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

UPSC-এর তরফ থেকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং মোট ২১৩টি শূন্যপদ রয়েছে। পাশাপাশি প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। যেমন—

  • মেডিকেল অফিসার পদে ১২৫টি শূন্যপদ,
  • উর্দু লেকচারার পদে ১৫টি শূন্যপদ,
  • অ্যাকাউন্ট অফিসার পদে ৩২টি শূন্যপদ,
  • অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে ৩টি শূন্যপদ,
  • অ্যাডিশনাল গভর্নমেন্ট এডভোকেট পদে ৫টি শূন্যপদ,
  • অ্যাডিশনাল লিগাল এডভাইজার পদে ১৪টি শূন্যপদ,
  • ডেপুটি লিগাল এডভাইজার পদে ১২টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে প্রতিটি পদের জন্যই ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন—

  • মেডিকেল অফিসার পদে আবেদন করার জন্য MBBS ডিগ্রি লাগবে।
  • উর্দু লেকচারার পদে আবেদন করার জন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে।
  • অ্যাকাউন্ট অফিসার পদে আবেদন করার জন্য B.Com/M.Com ডিগ্রি লাগবে।
  • লিগাল অ্যাডভাইজার বা এডভোকেট পদে আবেদন করার জন্য আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে।
  • অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আবেদন করার জন্য প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে।

বয়স সীমা কত দরকার?

মেডিকেল অফিসার এবং উর্দু লেকচারার পদে সর্বাধিক ৪০ বছর, অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে সর্বাধিক ৩৫ বছর, লিগাল এডভাইজার এবং অ্যাডভোকেট পদে সর্বাধিক ৫০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

জানা যাচ্ছে, UPSC-এর বিভিন্ন পদের জন্য পে-লেভেল ৭ থেকে ১২ পর্যন্ত বেতন দেওয়া হবে। সেই হিসাবে মাসিক বেতন শুরু হবে ৪৪,৯০০ টাকা থেকে এবং অন্তিম বেতন দাঁড়াবে ১,৭৭,৫০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া

চাকরিপ্রার্থীদের এখানে মূলত লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করে নিন।
  • এরপর লগইন করে নিজের আবেদনপত্রটি পূরণ করুন।
  • ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন।
  • এরপর প্রমাণপত্রগুলি আপলোড করুন।
  • এরপর আবেদন ফি প্রদান করুন।
  • সবশেষে সাবমিট করে দিন।

উল্লেখ করার বিষয়, এখানে General / OBC / EWS প্রার্থীদের আবেদন করার জন্য ২৫ টাকা আবেদন ফি চাওয়া হয়েছে। তবে SC / ST / PwBD / মহিলা প্রার্থীদের কোনওরকম ফি লাগবে না।

আরও পড়ুনঃ আজ থেকেই লাগু নয়া GST, ১৯ হাজার টাকা সস্তা হল Royal Enfield Meteor 350

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ২ অক্টোবর, ২০২৫। তারপরে আর আবেদন করা যাবে না। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

UPSC Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥