হয়ে যাবে ফোরহুইলার! পাকিস্তানে iPhone 17 Pro Max এর দাম কত জানেন?

Published on:

Pakistan iPhone 17 Prices check out the list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য লঞ্চ হয়েছে iPhone 17। সে খবর পেতেই নতুন সিরিজের স্মার্ট ফোনগুলি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুকিং পর্ব সেরেছেন ভারতীয়রা। ইতিমধ্যে অনেকই পছন্দের iPhone 17 সিরিজের স্মার্টফোনগুলি হাতেও পেয়ে গিয়েছেন। দেশের বাজারে iPhone 17 মডেলটির দাম 82,900 টাকা ধার্য করেছে সংস্থা।

অন্যদিকে, iPhone 17 Pro এবং Pro Max মডেল দুটির দাম যথাক্রমে 1,34,900 এবং 1,49,900 টাকা। তবে এই একই ফোন কিনতে হলে বাড়িঘর বিক্রি করতে হবে পাকিস্তানিদের (Pakistan iPhone 17 Prices)। কেন বলছি? আসলে পাকিস্তানে iPhone 17 সিরিজের স্মার্টফোনগুলির যা দাম তাতে ফোরহূইলার কিনে নিতে পারবেন অনেকেই!

পাকিস্তানে iPhone 17 এর দাম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পাকিস্তানি স্মার্টফোন ব্যবহারকারী দেশটিতে iPhone 17 সিরিজের স্মার্টফোনগুলির দামের তালিকা প্রকাশ করেছেন। ওই তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের পড়শি দেশে iPhone 17 স্মার্টফোনটি বিক্রি হচ্ছে 3,65,280 পাকিস্তানি রুপিতে, ভারতীয় মুদ্রায় যার মূল্য 1.14 লক্ষ থেকে 1.79 লক্ষ টাকা। একইভাবে যদি iPhone 17 এর বাকি দুই মডেল অর্থাৎ Pro এবং Pro Max এর প্রসঙ্গে কথা বলা যায় সেক্ষেত্রে, পাকিস্তানে এই iPhone 17 Pro স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে 5,31,680 পাকিস্তানি রুপি থেকে। ভারতীয় মুদ্রায় যা 1.66 লাখের থেকে একটু বেশি।

অন্যদিকে, iPhone 17 Pro Max মডেলটি পাকিস্তানের বাজারে বিক্রি হচ্ছে 5,73,999 পাকিস্তানি রুপিতে। ভারতীয় মুদ্রায় যা 1.79 লাখ টাকারও বেশি। এছাড়াও ওই পোস্টে বলা হয়েছে পাকিস্তানে iPhone 17 Air মডেলটির দাম 4.83 লক্ষ পাকিস্তানি রুপি। যদিও অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে পাকিস্থানে iPhone 17 সিরিজের স্মার্টফোনগুলির দাম কিছুটা আলাদা দেখাচ্ছে।

অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, পাকিস্তানে iPhone 17 মডেলটির দাম 3.25 লক্ষ পাকিস্তানি রুপি, ভারতীয় মুদ্রায় যা 1.11 লক্ষ টাকা। এছাড়াও iPhone 17 Pro মডেলটির দাম পাকিস্তানে 4.40 লক্ষ পাকিস্তানি রুপির কাছাকাছি। একই সাথে, iPhone 17 Pro Max মডেলটির দাম 5 লক্ষ পাকিস্তানি রুপি থেকে 7.48 লক্ষ পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় iPhone 17 এর সবচেয়ে হাইয়েস্ট ভেরিয়েন্টের দাম 2.38 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও পাকিস্তানের বাজারে 17 Air এর দাম, 3.98 লক্ষ পাকিস্তানি রুপি। ভাবা যায়! অনেকেই বলছেন এই অর্থ দিয়ে, ফোর হুইলার কিনে নিতে পারবেন অনেকেই।

 

অবশ্যই পড়ুন: ‘খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে!’ বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

কেন পাকিস্তানে যাবতীয় জিনিসের দাম এত বেশি?

iPhone হোক কিংবা টু হুইলার, ভারতের পশ্চিমের প্রতিবেশী পাকিস্তানে সবকিছুর দামই আকাশছোঁয়া। এর নেপথ্যে যদিও রয়েছে, দেশটির দুর্বল অর্থনীতি, বিপুল পরিমাণ ঋণ, অতিরিক্ত কর এবং চড়া আমদানি শুল্ক। বিশেষজ্ঞ মহলের দাবি, পাকিস্তানের অর্থনৈতিক সংকট, প্রবল মুদ্রাস্ফীতি এবং আমদানি হ্রাস পাওয়ার কারণেই দেশটিতে সমস্ত জিনিসের দাম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥