বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাইকোর্টের সিদ্ধান্তে গত কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। শনিবারই আনুষ্ঠানিকভাবে সেই সুখবর ঘোষণা করে IFA। এরপর 48 ঘণ্টার মধ্যেই ফের নতুন মরসুমের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল লাল হলুদের হাতে। সোমবার দুপুরে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে সেই কীর্তি গড়ে দেখালো ইস্টবেঙ্গল। ঘরের মাঠে প্রতিপক্ষকে 2-1 ব্যবধানে উড়িয়ে 41তম কলকাতা লিগের খেতাব জিতে নিল মশাল ব্রিগেড (East Bengal Beats United SC)।
আক্রমণাত্মক ফুটবল খেলেই ঘরের মাঠে জয় ইস্টবেঙ্গলের
সোমবার, নিজেদের চেনা ময়দানে শক্তিশালী ইউনাইটেডকে একেবারে চেপে ধরেছিল বিনো জর্জের ছেলেরা। যদিও গতকালের ম্যাচে ড্র করলেই জয় পেয়ে যেত ইস্টবেঙ্গল। বোধহয় তেমনটাই উদ্দেশ্য ছিল পিভি বিষ্ণুদের। তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে একটু বেশি টাইট দিতে কে ছাড়ে? লাল হলুদও সেই সুযোগ হাতছাড়া করেনি। সমর্থকদের সামনে এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়েই বারবার আক্রমণ শানাচ্ছিল মশাল বাহিনী। যদিও বেশ কয়েকবার সুযোগ হাতছাড়া হয় সায়ন ব্যানার্জিদের।
এদিন লাল হলুদকে ঠেকাতে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করছিল ইউনাইটেড। তবে প্রতিদ্বন্দ্বীর হাড় ভাঙা পরিশ্রমের মধ্যেও 37 মিনিটের মাথায় প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। গোল করে লাল হলুদকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড। যদিও চিত্রটা বদলে যায় দ্বিতীয়ার্ধের শুরুতে। প্রথমদিকে যে দল ক্রমাগত আক্রমণমুখী হয়েছে তারাই বাকি 45 মিনিটের শুরুতে কিছুটা গুটিয়ে যায়। আর সেটাকেই সুযোগ করে লাল হলুদের জালে বল জড়ানোর চেষ্টা করে ইউনাইটেড। ম্যাচের একেবারে শেষ লগ্নে পৌঁছে গোল করে খেলায় সমতা ফিরিয়েও আনেন লাল হলুদ প্রতিপক্ষ।
অবশ্যই পড়ুন: ‘খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে!’ বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
হিসেব করে দেখতে গেলে, ফলাফলটা সমতাতে থাকলেও চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। তবে লাল হলুদের ছেলেরা অবশ্য সেটা চায়নি। প্রতিপক্ষের উপর নিজেদের প্রভাব ধরে রেখেই জিততে চেয়েছিল বিনো জর্জের দল। হয়তো সে কারণেই, অন্তিম পর্বে পৌঁছে গোল করে বসেন শ্যামল বেসরা। 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আর কোনও গোল না আসায় লাল হলুদই হয়েছে এবারের চ্যাম্পিয়ন।