সহেলি মিত্র, কলকাতাঃ হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, ব্যস তারপরেই চলে আসবে অক্টোবর মাস। ইতিমধ্যে আসন্ন এই নতুন মাসকে ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। সেইসঙ্গে নতুন মাসে কতগুলি ছুটি রয়েছে সেটা জানতেও মানুষ মুখিয়ে রয়েছে। তবে আপনি কি সামনের মাসে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ করবেন বলে ভেবে রেখেছেন? তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান। এর কারণ অক্টোবর মাসে ঢালাও ছুটি থাকতে চলেছে ব্যাঙ্কে (Bank Holiday)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
অক্টোবরে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
অক্টোবর মাস মানেই হল একগুচ্ছ উৎসবের মাস। এবারেও সেটার ব্যতিক্রম ঘটবে। সামনের মাসে রয়েছে ধনতেরস থেকে শুরু করে দুর্গাপুজো, গান্ধী জয়ন্তি, দশহেরা, দিওয়ালি, ভাইফোঁটার মতো কিছু উৎসব। আর এই উৎসবগুলির জন্য ব্যাঙ্কের দরজা গ্রাহকদের জন্য বন্ধ থাকবে। জানা গিয়েছে, মাসটি শুরু হচ্ছে ২রা অক্টোবর, বৃহস্পতিবার, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, যা সারা দেশে একটি জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয়। এদিন সমস্ত রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২০ অক্টোবর সোমবার থেকে ২২ অক্টোবর বুধবার পর্যন্ত, বিভিন্ন রাজ্যে দীপাবলি, নরক চতুর্দশীর ছুটি থাকবে।
একনজরে ছুটির তালিকা
১ অক্টোবর- বুধবার মহানবমী উপলক্ষে বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে ছুটি থাকবে।
২ অক্টোবর- বৃহস্পতিবার, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেমন অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, তেলাংপুর, রাজস্থান, নাগাল্যান্ড, সিঙ্গাপুর, তামিলপুর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, দিল্লিতে ছুটি থাকবে।
৬ অক্টোবর- সোমবার, লক্ষ্মী পুজো উপলক্ষে ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে ছুটি থাকবে।
৭ অক্টোবর- মঙ্গলবার মহর্ষি বাল্মীকি জয়ন্তীকে কেন্দ্র করে হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব রাজ্যে ছুটি থাকবে।
২০ অক্টোবর- সোমবার, দীপাবলিকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ডে ছুটি থাকবে। সেইসঙ্গে নরক চতুর্দশী উপলক্ষে কর্ণাটক, কেরালায় ছুটি থাকবে।
২১ অক্টোবর- মঙ্গলবার দীপাবলি উপলক্ষে অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ওডিশা, পাঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরায় ছুটি থাকবে।
২২ অক্টোবর- বুধবার বিক্রম সম্বত নববর্ষে গুজরাটে থাকবে।
২৩ অক্টোবর- বৃহস্পতিবার, ভাইফোঁটা উপলক্ষে গুজরাট, সিকিম, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ছুটি থাকবে।
২৪ অক্টোবর- শুক্রবার নিঙ্গোল চাকুবা উপলক্ষে মণিপুরে ছুটি থাকবে।
২৭ ও ২৮ অক্টোবর- সোমবার, মঙ্গলবার ছট পুজো উপলক্ষে ২৭ অক্টোবর বিহার, ঝাড়খণ্ডে ছুটি থাকবে।
৩১ অক্টোবর- শুক্রবার, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে গুজরাটে ব্যাঙ্ক থাকবে।