পুজোতেও ডুববে কলকাতা! অষ্টমী পর্যন্ত লাগামছাড়া বৃষ্টি, আপডেট দিল আবহাওয়া দফতর

Published on:

Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারী বৃষ্টির জেরে গতকাল উত্তর থেকে দক্ষিণে রীতিমত জলমগ্ন অবস্থায় পরিণত হয়েছে কলকাতা (Kolkata)। কোথাও কোমর সমান জল তো কোথাও আবার হাঁটু অবধি জল। তাঁর উপর জোয়ারের জলে কালীঘাট, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা লেগে যাবে শহরের পরিস্থিতি ঠিক হতে। তার উপর আরও মর্মান্তিক খবর হল, কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত সাত জন। যে কারণে সাবধানী হয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। তবে এখনও রেহাই নেই বৃষ্টির। জানা গিয়েছে অষ্টমী পর্যন্ত চলবে নাকি ভয়ংকর দুর্যোগ।

দক্ষিণবঙ্গে বৃষ্টির মেজাজ!

আগেই হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে চলতি বছর দুর্গাপুজোতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এবার সেটাই বাস্তবের রূপ নিল। হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে অষ্টমীর দিন পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।

হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

এইমুহুর্তে উত্তর-পূর্ব ও উত্তর বঙ্গোপসাগরে ব্যাপক উত্তাল পরিস্থিতি রয়েছে। প্রায় ৬০ কিলোমিটার গতিবেগে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া। তাই সেই কারণে মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা। পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: প্রেমিকের ফাঁদে পা দিয়ে বন্দি! বিহার থেকে উদ্ধার চন্দনগরের নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

অন্যদিকে একই অবস্থা উত্তরবঙ্গে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের প্রত্যেক জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে,ও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার কারণে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥