বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে মস্ত এক অজগর, একাই ধরলেন পুলিশ কর্মী

Published on:

Updated on:

Python On Bardhaman Road rescued by police

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরেই ঘুরে বেড়াচ্ছে এক অজগর। দেখামাত্রই সেটিকে বস্তাবন্দী করেন প্রশিক্ষণপ্রাপ্ত এক ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমান জেলার 114 নম্বর জাতীয় সড়কের বলগোনা মোড়ে (Python On Bardhaman Road)। পরবর্তীতে সাংবাদিকদের সাক্ষী রেখে ওই সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

ট্রাফিক পুলিশ প্রসেনজিতের তৎপরতায় উদ্ধার হয় অজগর

জানা যাচ্ছে, গত রবিবার রাত 8টা নাগাদ বর্ধমান-বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের বলগোনা মোড়ে ডিউটিতে ছিলেন গুসকরা ট্রাফিক ওসি আশীষ কুমার লায়েক, ডিউটি অফিসার প্রসেনজিৎ পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঠিক সেই সময়েই, জাতীয় সড়কের উপর একটি অজগরকে দেখতে পান তারা। তড়িঘড়ি প্রাণের ঝুঁকি নিয়েই ওই সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দী করেন প্রশিক্ষণ প্রাপ্ত ট্রাফিক পুলিশ প্রসেনজিৎ।

অবশ্যই পড়ুন: ‘শীঘ্রই ভারতের অংশ হবে PoK!’ রাজনাথের বক্তব্যকে সমর্থন জানাল বালুচিস্তান

খোঁজ নিয়ে জানা গেল, ওই অজগর সাপটিকে বস্তাবন্দী করেই তড়িঘড়ি বনদপ্তরকে খবর দিয়েছিলেন পুলিশ কর্মীরা। পরবর্তীতে বনদপ্তরের কর্মীরা এলে নিজে দায়িত্ব নিয়ে বস্তা থেকে ওই অজগরটিকে বের করে বন কর্মীদের বাক্সে স্থানান্তরিত করেন ট্রাফিক পুলিশ প্রসেনজিৎ। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অজগরটিকে খুব শীঘ্রই পুনরায় বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

 

 

বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের বলগোনা মোড়ে রাস্তার উপর বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, রবিবার রাত্রি আটটা নাগাদ জাতীয় সড়কের বলগোনা মোড়ে রাস্তার উপর দেখা যায় বিশাল আকৃতি অজগর সাপটি। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে আসে অজগর সাপ টি। এরপরই প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মী প্রসেনজিৎ পাল ওই অজগর সাপটিকে বস্তাবন্দী করেন। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় এলাকায়।

পূর্ব বর্ধমানের আউসগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট

Posted by সাতদিন টিভি on Sunday, September 21, 2025

এদিকে, প্রসেনজিতের সাহসী কর্মকাণ্ডের প্রশংসা করছেন স্থানীয় পথচলতি মানুষ থেকে শুরু করে পরিবেশপ্রেমী মানুষজন। এ প্রসঙ্গে এক পরিবেশপ্রেমী বলেছেন, খাবারের সন্ধান ও এলাকা বিস্তারের কারণে জঙ্গল থেকে রাস্তায় উঠে আসে বিভিন্ন প্রজাতির সাপ। মূলত জনবসতি বাড়ার কারণেই এমন ঘটনা বেড়েই চলেছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসন বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক পুলিশ প্রসেনজিতের তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে বনদপ্তরের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥