মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

Published:

Follow

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সকল অপেক্ষার অবসান। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিগত বেশ কিছু মাস ধরে জল্পনা চলছিল যে ক্যাটরিনা ও ভিকি কৌশলের বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। তবে এই বিষয়ে দুই পক্ষই মুখে কুলুপ এঁটেছিলেন। তবে উৎসবের আবহে আজ মঙ্গলবার দম্পত্তি নিজের ইনস্টাগ্রামে আসন্ন সন্তানের খবর ভাগ করে নিলেন।

মা হতে চলেছেন ক্যাটরিনা

ক্যাটরিনা নিজের সোশ্যাল মিডিয়াম পোস্টে লিখেছেন, “আমরা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় উপভোগ করছি। সকলের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ। ওম।” ভিকি এবং ক্যাট দুজনেই একটি পোলারয়েড ছবি তুলে ধরেছেন। যেখানে ক্যাটরিনাকে সাদা ড্রেস এবং ভিকিকেও সাদা জামায় অনবদ্য দেখাচ্ছিল। কয়েকদিন আগেই, একটি আর্টিকেলে ক্যাটরিনা কাইফের গর্ভাবস্থার কথা ঘোষণা করা হয়েছিল। তবে, এই দম্পতি আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি। এখন নবরাত্রির শুভ উপলক্ষে, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫, তারা প্রথমবারের মতো এই সুখবরটি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন সেলেবরা

এদিকে ক্যাটরিনা এবং ভিকি কৌশলকে অভিনন্দন জানিয়েছেন বহু সেলিব্রিটি। ভূমি পেডনেকর একটি লাল হৃদয়ের ইমোজি তৈরি করেছেন। জাহ্নবী কাপুর মন্তব্য বিভাগে লাল হৃদয়ের কথা উল্লেখ করে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন লিখেছেন। হুমা লিখেছেন, ‘বাহ, অভিনন্দন।’ এছাড়াও, অনেক সেলিব্রিটিও তাদের অভিনন্দন জানাচ্ছেন। শুধু তাই নয়, তাদের ভক্তরাও তাদের অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন।

ক্যাটরিনা কাইফের গর্ভাবস্থার খবর চার মাস ধরেই প্রচার হচ্ছিল। অসংখ্য ছবি এবং ভিডিও দেখে নেটিজেনরা অনুমান করতে শুরু করেছিলেন যে তিনি গর্ভবতী। তবে, তিনি এখন আনুষ্ঠানিকভাবে তার গর্ভাবস্থার কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ৯ ডিসেম্বর, ২০২১ তারিখে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলকে হিন্দু রীতিনীতি অনুসারে বিয়ে করেছিলেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের একটি বিলাসবহুল দুর্গে এই বিয়ের আসর বসেছিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join