BSNL-র 199 টাকার প্ল্যানে রোজ 2GB ডেটা, আনলিমিটেড কল

Published on:

BSNL Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান বাজারে Jio, Airtel, ভোডাফোনের মতো বেসরকারি সংস্থাগুলি একের পর এক চমক দেওয়া প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। তবে সরকারি সংস্থা বিএসএনএল এবার বাজেটের মধ্যে এমন একটি প্ল্যান (BSNL Plan) নিয়ে আসলো, যা শুনলে চমকে উঠবে। জানা যাচ্ছে, মাত্র 199 টাকা খরচ করলেই আপনি আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, এমনকি 100টি করে এসএমএস পাবেন।

সেরা প্ল্যান প্লান BSNL-র

সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানের মেয়াদ 28 দিন। আর এই প্ল্যানে গ্রাহকরা পাবে প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা, এমনকি ডেটা শেষ হয়ে গেলেও গতি নেমে আসবে 40kbps-এ। সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা মিলবে। সবথেকে বড় সুবিধা, এই রিচার্জ করা যাবে শুধুমাত্র বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট বা সেলফ কেয়ার অ্যাপ থেকেই। ফলে তৃতীয় পক্ষের কোনও ঝামেলা থাকবে না। এমনকি এখান থেকে রিচার্জ করলে 2% ডিসকাউন্টও পাওয়া যাবে।

কম দামে আরও প্ল্যান

তবে যারা সাশ্রয়ী অপশন খুঁজছেন, তাদের জন্য বিএসএনএল নিয়ে এসেছে দারুণ সব অফার। তাদের একটি 107 টাকার প্ল্যান রয়েছে, যেটির মেয়াদ 35 দিন। আর এই প্ল্যানে 3GB ডেটা এবং 200 মিনিট ফ্রি ভয়েস কলিং-এর সুবিধা মেলে। তাছাড়া ফ্রি মিনিট শেষ হলে প্রতি মিনিটে 1 টাকা এবং STD কলে প্রতি মিনিটে 1.5 টাকা করে কাটবে। দ্বিতীয়ত, বিএসএনএল-এর আরও একটি প্ল্যান রয়েছে, যার দাম 141 টাকা। এই প্ল্যানে 30 দিন মেয়াদ মেলে আর প্রতিদিন 1.5GB করে ডেটা এবং আনলিমিটেড কলিং ও 200টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়।

জিওর সঙ্গে তুলনা

ওদিকে ডেটার দিক থেকে জিওর সবথেকে সস্তার প্ল্যান হল 299 টাকা। যেখানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB করে ডেটা পায়, 28 দিন বৈধতা থাকে এবং আনলিমিটেড কলিং ও 100টি করে এসএমএসের সুবিধা মেলে। এর সঙ্গে জিও সিনেমা, জিও টিভি ও জিও ক্লাউডের সাবসক্রিপশনও থাকে।

আরও পড়ুনঃ আগামী মাসে হবে শুক্র গোচর! রাতারাতি বদলে যাবে ৩ রাশির জীবন

তবে যারা সীমিত বাজেটে মোবাইল পরিষেবা চান, তাদের জন্য বিএসএনএল-এর এই 199 টাকার প্ল্যানটি হতে পারে নিঃসন্দেহে সেরা সেরা বিকল্প। একদিকে আনলিমিটেড কলিং, আবার অন্যদিকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ডেটা এবং এসএমএস, সবদিক থেকে 200 টাকার কম খরচে এই প্ল্যান সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥