সহেলি মিত্র, কলকাতাঃ এবার এক জায়গায় নয়, একসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্ন চাপের এলাকা তৈরি হল। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতে সোমবার ও মঙ্গলবার গভীর রাতে হওয়া নিম্নচাপের বৃষ্টির ফলে জলমগ্ন সব জায়গা, তারই মধ্যে কলকাতা সহ ফের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। একদিকে যখন মানুষ দুর্গাপুজোর আনন্দে সবে মেতে উঠছিলেন, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় উপচে পড়ছিল ঠিক তখনই ভারী বৃষ্টি সকলের আনন্দে জল ঢেলে দিয়ে চলে গেল। বেশ কিছু পুজো মণ্ডপের দ্বার অবধি বন্ধ করে দেওয়া হয়েছে ভারী বৃষ্টির প্রেক্ষিতে। যাইহোক, আজ বুধবার সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে চলুন জেনে নেবেন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টির সাক্ষী থাকলেন মানুষ। ১৯৭৮ সালের বন্যার স্মৃতি উস্কে দিয়েছে। যাইহোক, নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এর পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির দাপট চলবে বাংলাজুড়ে। এদিন থেকে আগামী পুজোর কয়েকটা দিন স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি তো আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।