Top 10: কলকাতায় প্রকৃতির রণমূর্তি, নিউইয়র্কে বিপাকে ইউনূস, ২ মাওবাদী নেতা নিকেশ! আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ সেপ্টেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। কলকাতায় প্রকৃতির রণমূর্তি, নিউইয়র্কে বিপাকে ইউনূস, ২ মাওবাদী নেতা নিকেশ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন

১০) আলিপুরদুয়ারের পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন

আলিপুরদুয়ার জেলায় পরিযায়ী শ্রমিক সুভাষ কুজুরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। জমির মামলা শুনানির জন্য দিল্লি থেকে তিনি বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকারেই বাইকে দুই দুষ্কৃতী তাঁকে দেখে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। আর একটি তাঁর মাথায় লাগে। চিকিৎসকরা তাঁকে তখনই মৃত বলে ঘোষণা করে। পরিবার অভিযোগ করছে, আত্মীয় এবং তৃণমূল কর্মীর সঙ্গে বিবাদের জেড়েই তিনি খুন হয়েছেন। পুলিশ এতে রাজনৈতিক যোগ নেই বলেই জানিয়েছে। এখন এই ঘটনার তদন্ত চালাচ্ছে প্রশাসন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীকে জবাব CESE-র

কলকাতায় প্রবল বর্ষণে অন্তত ১০ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CESE-এর দায়িত্ব নিয়ে কলকাতার পরিকাঠামোগত উন্নয়ন না করারই অভিযোগ করেছেন। তবে CESE জানিয়েছে, রাস্তার আলোর খুঁটি, ট্রাফিক সিগন্যাল তাদের রক্ষণাবেক্ষণের আওতায় নেই। তারা এই দায়িত্ব সামলায় না। বিদ্যুৎস্পৃষ্ট এলাকায় আপাতত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, সোমবার রাত থেকে ভোর পর্যন্ত কলকাতায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যা নিম্নচাপ এবং জলীয় বাষ্পের কারণেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) মার্কিন সফরের শুরুতেই বিপাকে ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের মার্কিন সফরের শুরুতেই বিপত্তি। নিউইয়র্কে বিএনপি এবং এনসিপির নেতাদের ওপর আওয়ামী লিগের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে। বিমানবন্দর থেকে গাড়িতে ওঠার সময় এনসিপির আখতার হোসেনের পিঠে ডিম ছুঁড়ে মারা হয়। এমনকি বিক্ষোভকারীরা “দখলদারের দালাল” ইত্যাদি স্লোগান দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ইউনূস নিরাপদে গাড়িতে উঠলেও তাঁর সহযোগী নেতারা আক্রমণের শিকার হন। পরে বিএনপি নেতা গিয়াস আহমেদের নেতৃত্বে নেতাদের গাড়িতে তুলে হোটেলে পৌঁছে দেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ১০ মাস পর বিহারে চন্দননগরের নিখোঁজ ছাত্রীর হদিস

চন্দননগরের এক দশম শ্রেণীর ছাত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় স্কুল অনুষ্ঠানে যাওয়ার জন্য মামাবাড়ি থেকে বের হয়েছিল। তারপরেই নিখোঁজ। তবে দীর্ঘ নয় মাস পর বিহারে তাঁর খোঁজ মিলেছে। নালন্দা থেকে চন্দননগর থানার পুলিশ তাঁকে উদ্ধার করেছে। তদন্ত জানা যায় যে, সে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আর একটি বাড়িতে আটকা ছিল। শর্মিষ্ঠার মা ক্যান্সারে আক্রান্ত এবং পিতা মারা গিয়েছেন। তাই সে মামা বাড়িতেই থাকত। পুলিশ এখন প্রেমিকার খোঁজ করছে। এমনকি উদ্ধার হওয়া মেয়েটিকে মঙ্গলবার চন্দননগর আদালতে তোলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) দুর্যোগের কারণে আজ থেকেই স্কুলে পুজোর ছুটির ঘোষণা মমতার

কলকাতায় প্রবল বর্ষণ এবং বন্যার কারণে শহর ও শহরতলির পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বিদ্যুৎপৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করে বসলেন। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে সমস্ত সরকারি স্কুল, কলেজে পুজোর ছুটি ঘোষণা করলেন তিনি। সরকারি স্কুলের পাশাপাশি আইসিএসআই এবং সিবিএসসি বোর্ডের স্কুলগুলোকেও অন্তত ২ দিন পঠনপাঠন বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় গুলিকে অনলাইন ক্লাস চালানোর পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বর্ষণের পরিস্থিতি খতিয়ে দেখতে কন্ট্রোল রুমে ফিরহাদ হাকিম

কলকাতায় রাতভর ভারী বর্ষণের কারণে শহর এবং শহরতলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। একতলা বাড়ি, রেললাইন, রাস্তা, পুজোর প্যান্ডেল সবকিছুই ভেসে গিয়েছে। পরিস্থিতি মোকাবেলা করার জন্য কলকাতা পৌরসভার কন্ট্রোল রুমে পৌঁছে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তবে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। সেখানে ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে আর কালীঘাটে ২৮০ মিলিমিটার। জল নিষ্কাশনের জন্য গঙ্গার লকগেট খুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেও বলা হয়েছে। অনেকে উদ্ধারকার্যে সাহায্য করেছেন। এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন মারা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) স্কুল ইন্সপেক্টরের সই জাল করে হোম লোন মালদহের শিক্ষিকার

মালদহের মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনি নাকি স্কুল ইন্সপেক্টরের সই ও সিল জাল করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে গৃহঋণ নেওয়ার চেষ্টা করছিলেন। ২০২৪ সালের নভেম্বর মাসে পরিদর্শক স্বাক্ষরিত অস্বীকার করার কারণে তিনি সই জাল করেন। আর পরবর্তীতে ব্যাংক বিষয়টি জানতে পারে এবং পাঁচটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশের দীর্ঘ ১০ মাস পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও শিক্ষিকা অভিযোগ অস্বীকার করছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও ২৫ লক্ষ সংযোগ

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় এবার আরও ২৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেবে কেন্দ্র সরকার। এতে মোট সুবিধাভোগীর সংখ্যা পৌঁছবে একেবারে ১০৬ মিলিয়নে। প্রতিটি সংযোগের জন্যই ২০৫০ টাকা করে খরচ করবে সরকার। আর এর মধ্যে সিলিন্ডার, বার্নার, রেগুলেটর এবং সরঞ্জাম রয়েছে। দরিদ্র পরিবারের প্রাপ্ত বয়স্ক মহিলারা যাদের বাড়িত গ্যাসের সংযোগ নেই, তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। তবে এর জন্য আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র, ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে। আর আবেদন করা যাবে অনলাইনে মাধ্যমেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ছত্তিশগড়ে খতম মাওবাদী নেতা রাজু দাদা এবং কোসা দাদা

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই কুখ্যাত মাওবাদী নেতা রাজু দাদা এবং কোসা দাদা নিকেশ হয়েছে। দুজনের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে, অর্থাৎ মোট ৮০ লক্ষ টাকা। অবুঝমাঢ় জঙ্গল DRG ও ITBP এর যৌথ অভিযানে ঘিরে ফেলা হয়েছিল এবং দীর্ঘ গুলির লড়াইয়ে তারা খতম হয়। তাদের কাছ থেকে AK-47, INSAS রাইফেল, BGL লঞ্চার ও বিস্ফোরকে উদ্ধার করা হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, এটি ঐতিহাসিক সাফল্য। প্রসঙ্গত, ২০২৫ সালে দাঁড়িয়ে এখনও পর্যন্ত মোট ২১০ জন মাওবাদী নিহত হয়েছে এবং তার মধ্যে ১৩ জন ছিল শীর্ষ নেতা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ভারী বর্ষণে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যু ১০ জনের

কলকাতা ও শহরতলিতে রাতভর প্রবল বর্ষণের জেরে রেল পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। সবকিছুই বলতে গেলে জলের তলায়। শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। যার ফলে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত। হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ আর শিবপুর উত্তর কেবিন সহ বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে বলে খবর। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। সবথেকে বড় ব্যাপার কোনও কোনও পুজোমণ্ডপে হাঁটু সমান জল। আবার কোনও কোনওটায় বুক সমান জল। সবচেয়ে বড় ব্যাপার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ নিরীহ ব্যক্তির প্রাণ হারিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥