বেলিয়াতোড় দুর্গাপুর রেল লাইনের কাজ দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রকে চিঠি সৌমিত্র খাঁ-র

Published on:

Beliatore Durgapur Rail Line

সহেলি মিত্র, কলকাতাঃ চুপিসাড়ে একের পর এক কাজ করে চলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নিজের সংসদীয় জেলা সহ অন্যান্য জেলার মানুষের কথা ভেবে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েই চলেছেন। এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রেলপথের (Beliatore Durgapur Rail Line) কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য কেন্দ্রীয় রাজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাংসদ সৌমিত্র খাঁ।

শীঘ্রই বেলিয়াতোড় থেকে বিষ্ণুপুর অবধি ছুটবে ট্রেন?

সম্প্রতি তিনি বেলিয়াতোড থেকে দুর্গাপুর রেল পথের দাবি করেছিলেন। তবে এখানেই ক্ষান্ত হননি, এবার কেন্দ্রীয় রেল রাজ্য মন্ত্রী রভনীত সিং বিট্টুর কাছে বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রেলপথের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেই অনুরোধ পত্র জমা দিলেন রেল ভবনে! হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ কেন্দ্রীয় রেলমন্ত্রক যদি বাঁকুড়া এবং দুর্গাপুরের মধ্যে রেল পরিষেবার অনুমোদন দেয় তাহলে সকলে ব্যাপকভাবে লাভবান হবেন বৈকি।

May be an image of ticket stub and text that says "सौमित्र खाँ (संसद सदस्य, लोक सभा) সৌমিত্র (সাংসদ, লোকসভা) eMos MPLS/ Bishnupur! 23.09.2025 Delhi 0807 Request Railway Line Beliatore well. Beliatore Durgapur writingte bring Durgapur. This initiative these ttention importance Beliatore new railway Durgapur connecting welfare number socially residing Beliatore regions, Durgapur, being already nearby regions daily. Currently, majeri ndustrial hub, Bankura absence direct Lakh and less this regional women* mprove quality optimistic your local initiative contribute signifieantly Yours Sincerely (Saumitra Address 502, Yamuna Apartments, Dr. Bishambar Das Marg, New Delhi-110001 Permanent Address C-217. Ward Nandlal Bithi Non Company City Centre, Durgapur Dist. Paschim (West Bengal) 713216 Mobile E-mail"

দুর্গাপুর বেলিয়াতোড় রেল লাইন নিয়ে আসরে সৌমিত্র খাঁ

এর আগে রভনীত সিং বিট্টুকে চিঠি লিখেছিলেন সৌমিত্র খাঁ। সেই চিঠিতে বিজেপি সাংসদ লেখেন, ‘বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রেল পরিষেবা, এই উদ্যোগ দুই এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। বেলিয়াতোড় এবং দুর্গাপুর আর্থিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। দুর্গাপুর, একটি প্রধান শিল্প কেন্দ্র, প্রতিদিন বেলিয়াতোড় এবং তার নিকটবর্তী অঞ্চলের একটি উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীকে আকৃষ্ট করে। বর্তমানে সরাসরি রেললাইন অভাবের কারণে মানুষকে সড়ক পরিবহনের উপর নির্ভর করতে হচ্ছে, যা কেবল সময়সাপেক্ষই নয়, বরং ব্যয়বহুল এবং কম নির্ভরযোগ্য। আপনি ইতিমধ্যে জানেন যে বাঁকুড়া-বেলিয়াতোড় রেললাইন ইতিমধ্যেই চালু আছে। কিন্তু রেল পরিষেবা শুরু হয়নি। তাই আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে এই লাইনটি ২৮ কিমি বাড়িয়ে দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত করুন।’

তিনি আরও লেখেন, ‘এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং এটি মহিলাদের উন্নয়ন বা মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। এই এলাকায় সর্বাধিক কর্মরত মহিলা রয়েছে। আমরা রেল মন্ত্রক এবং আপনার সম্মানিত অফিসকে এই প্রস্তাবটি দ্রুত বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥