লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চাই! BCCI-র কাছে জানাল শ্রেয়স আইয়ার

Published on:

Shreyas Iyer To BCCI He needs break from red ball cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নয়। তবে লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চাইছেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। সেই মর্মে, ইতিমধ্যেই BCCI-কে চিঠি দিয়েছেন তিনি (Shreyas Iyer To BCCI)। কিন্তু কেন হঠাৎ টেস্ট থেকে বিশ্রাম চাইছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান? তাহলে কি কোনও শারীরিক সমস্যায় ভুগছেন আইয়ার?

কেন লাল বলের ক্রিকেটে বিশ্রাম খুঁজছেন শ্রেয়স?

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু ফিটনেস জনিত সমস্যার কারণে লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিতে চাইছেন ভারতীয় তারকা। জানা গিয়েছে, দেহের পেছনের অংশের পেশী শক্ত হয়ে আসছে আইয়ারের। তাছাড়াও বেশ কিছু শারীরিক অস্বস্তি বোধ করছেন ভারতীয় ক্রিকেটার। সে সবই বোর্ডকে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, বোর্ডের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে শুভমন গিলদের সতীর্থ লিখেছেন, এই মুহূর্তে লাল বলের ক্রিকেটের যে ধকল তা নিতে পারছি না। মূলত বেশ কিছু শারীরিক সমস্যার কারণেই বিশ্রাম চাই। খোঁজ নিয়ে জানা গেল, গত রঞ্জি ট্রফি থেকেই একাধিক সমস্যায় জর্জরিত শ্রেয়স। তাই এই মুহূর্তে বিশ্রাম নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই জাতীয় দলের ক্রিকেটারের কাছে।

বোর্ডের এক কর্তা এ প্রসঙ্গে বলেছেন, শ্রেয়স আইয়ার লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চেয়েছেন। নিজের সমস্যার কথা বোর্ডকে পুরোপুরি খোলসা করে বলেছেন। এই জিনিসটা খুব ভাল। খেলোয়াড়ের সমস্যার কথা জানলে নির্বাচকদেরও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিন্তু কতদিনের জন্য টেস্ট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আইয়ার সেটা অবশ্য শারীরিক পরীক্ষা এবং ফিজিও ট্রেনারের পরামর্শ নিয়েই জানাবেন ভারতীয় তারকা।

অবশ্যই পড়ুন: সৌরভ, দ্রাবিড়দের অভিষেক ম্যাচের পরই অবসর, ৯২ বছরে প্রয়াত প্রাক্তন আম্পায়ার ডিকি বার্ড

উল্লেখ্য, মঙ্গলবার, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে নামার প্রাক্কালে হঠাৎ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে লখনউ থেকে মুম্বই ফিরে আসেন শ্রেয়স। সবচেয়ে বড় কথা, ভারত এ দলের অধিনায়ক ছিলেন তিনিই। কিন্তু তা সত্বেও হঠাৎ আইয়ারের মুম্বইয়ে ফিরে আসাটা একেবারেই ভাল চোখে দেখছেন না অনেকেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥