প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে খবরের শিরোনামে। অনেক জায়গায় পুলিশের থেকেই তাঁদের বেশি শাসন চলছে, আর তাই নিয়ে বেশ চিন্তিত প্রশাসন। এমতাবস্থায় দুর্গাপুরে (Durgapur) চালকদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে বুদবুদে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে সিভিক ভলেন্টিয়ার-কে জুতো দিয়ে মার লরি চালকদের।
ঠিক কী ঘটেছিল?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার, দুর্গাপুরের বুদবুদ গ্রাম মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে বিকেলের দিকে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক পণ্যবাহী ট্রাক। সেই সময় দেখা যায় এক ট্রাক চালক জুতোপেটা করছেন এক সিভিক ভলান্টিয়ারকে। চালকদের দাবি, ওই সিভিক ভলান্টিয়ারগুলি নাকি টাকা চাইছিলেন চালকদের কাছ থেকে। আর সেই টাকা না দেওয়ায় এক ট্রাক চালককে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিলেন তিনি। তাতেই ক্ষুব্ধ হয়ে ট্রাকের চালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেন এবং অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময়ে এক বয়স্ক ট্রাক চালক জুতো খুলে সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন বলে অভিযোগ।
চালকদের অভিযোগ অস্বীকার পুলিশের
এদিকে ট্রাক চালকদের এই বিক্ষোভ নিয়ে পুলিশের নেতিবাচক ভূমিকা লক্ষ্য করা গিয়েছে। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চালকদের কাছ থেকে টাকা তোলার দাবির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ। তাঁদের দাবি, কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ায় আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এলাকায় জাতীয় সড়কে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তাই পণ্যবাহী ট্রাক সার্ভিস রোডে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু সেটা মানতে পারেনি ভিন রাজ্যের কিছু চালক। প্রতিবাদের বশে সেই সময়ে বচসা চলার সময় ওই সিভিক ভলান্টিয়ারকে এক চালক মারধর করেন জুতো দিয়ে। জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ার বুদবুদ ট্র্যাফিক গার্ডে কর্মরত। ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হতেই ট্র্যাফিক বিভাগের দুর্গাপুর জোনের এসিপি রাজকুমার মালাকার বলেন, ‘কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করার সময়ে এই ঘটনা ঘটেছে।’
আরও পড়ুন: মিটছে না কলকাতার যন্ত্রণা! পাম্পিং স্টেশনের ভালভ ফাটায় জলশূন্য একাধিক ওয়ার্ড
এদিকে যেখানে টাকা তোলার অভিযোগে কলঙ্কিত সিভিক অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ারের এক মানবিক চিত্র ফুটে উঠল। সোমবার দুপুরে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন রঘুনাথগঞ্জের বালিঘাটার বাসিন্দা খুশি খাতুন। টোটোতে চড়ে বাড়ি যাওয়ার সময় তার একটি ব্যাগ পড়ে যায় রঘুনাথগঞ্জ বালিঘাটা রাজ্য সড়কের ওপর জঙ্গিপুর একটি অফিস সংলগ্ন রাস্তায়। পরে নজরে আসে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের। সঙ্গে সঙ্গেই ব্যাগটি নিয়ে সে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানায়। পরে শোনা যায় ওই ব্যাগটি অক্ষত অবস্থায় ফেরৎ পায় খুশি খাতুন।