সৌভিক মুখার্জী, কলকাতা: আজ আবারও ঊর্ধ্বগতি সোনার দাম (Gold Price)। পুজোর মরসুমে একেবারে লাগামছাড়া বাড়ছে হলুদ ধাতুর বাজার দর। অন্যদিকে রুপো নিয়েও আজ বিরাট দুঃসংবাদ। কারণ সাদা ধাতুর দর আবারও আজ ঊর্ধ্বগতিতে ঠেকেছে, তাও অনেকটাই। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা রুপো? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJ Rates-র রিপোর্ট অনুসারে—
22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,09,050 টাকায়, যা গতকালের থেকে 2150 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,05,750 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,05,900 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,05,800 টাকায়।
24 ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,14,750 টাকায়, যা গতকালের থেকে 1100 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,15,370 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,15,520 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,15,420 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 86,530 টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 86,530 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 86,680 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 86,580 টাকায়।
আরও পড়ুনঃ চতুর্থীর দিন নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ভারী বৃষ্টি কলকাতা সহ ৪ জেলায়, আবহাওয়ার খবর
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,35,350 টাকায়, যা গতকালের থেকে 1950 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,50,000 টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,40,000 টাকায়।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।