IFA শিল্ডের আগে বৈঠকে অনুপস্থিত মোহনবাগান

Published on:

Mohun Bagan Super Giant absent From IFA meeting

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের পরই গত শনিবার ইস্টবেঙ্গলকেই 2024-25 কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করে IFA। এই ঘটনার ঠিক 48 ঘণ্টার মধ্যেই ঘরের মাঠে ইউনাইটেড স্পোটিংকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য 2025-26 CFL মরসুমের চ্যাম্পিয়ন হয় মশাল ব্রিগেড। যদিও সেই সুখবরের আগেই IFA জানিয়ে দিয়েছে চার বছর পর ফিরছে শতাব্দী প্রাচীন IFA শিল্ড।

বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার মতে, পুজোর পরই শুরু হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। সেই মতোই, প্রথমে IFA এর তরফে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে পৌঁছয় চিঠি। সেখান থেকে জবাব আসার পরই এবার পুরোদমে শিল্ড আয়োজনের কাজ শুরু হয়েছে। গত শনিবারই বৈঠকের পর IFA সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট শুরু হবে 8 অক্টোবর থেকে। এরই মাঝে ঘটলো এক আজব ঘটনা।

সোমবার, সুতানকিন স্ট্রিটের অফিসে টুর্নামেন্টে অংশগ্রহণের অপেক্ষায় থাকা ক্লাবগুলির সাথে বৈঠকে বসে IFA। সেখানে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার এফসির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও যোগ দেয়নি কলকাতার আরেক প্রধান মোহনবাগানের কেউই (Mohun Bagan Super Giant)। ফলে, তাদের অংশগ্রহণ নিয়ে এবার বাড়ছে সংশয়।

কেন IFA এর বৈঠকে অংশ নিলো না মোহনবাগান?

বর্তমান পত্রিকার খবর অনুযায়ী, IFA শিল্ডে সর্বোচ্চ চারজন বিদেশীকে মাঠে নামাতে পারবে দলগুলি। যদিও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 6 জনকে সই করানো যাবে। সেই সব নিয়ে সোমবার ক্লাবগুলির সাথে বৈঠকের ডাক দেয় বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। সেই ডাকে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার সাড়া দিলে উত্তর আসেনি মোহনবাগানের তরফে। এদিন বৈঠকেও উপস্থিত ছিলেন না সবুজ মেরুনের কেউই। আর তারপরই দলটির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা গাঢ় হয়েছে।

সূত্র বলছে, আসন্ন শিল্ডে মোহনবাগান দল খেলবে কিনা সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের বদলে নেবেন কোচ হোসে মোলিনা। তাঁর সিদ্ধান্তই শিরোধার্য হবে। মনে করা হচ্ছে, বাগানের প্রধান কোচ বোধহয় এখনও পর্যন্ত IFA শিল্ড নিয়ে টিম ম্যানেজমেন্টকে কোনও সবুজ সংকেত দেননি। তা পাওয়া গেলেই হয়তো বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার সাথে যোগাযোগ করবে তারা।

উল্লেখ্য, মোহনবাগান বৈঠকে যোগ না দিলেও আই লিগের দল গোকুলাম কেরল ইতিমধ্যেই শিল্ডে খেলার জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছে। অন্যদিকে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোটিং এর পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর জন্য 24 ঘন্টা সময় চাওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চাই! BCCI-র কাছে জানাল শ্রেয়স আইয়ার

প্রসঙ্গত, IFA সচিব-অনির্বাণ দত্ত জানিয়েছেন, এবছর তিনটি আই লিগ এবং তিনটি ISL দল নিয়ে গড়াবে IFA শিল্ড। এরমধ্যে তিন ISL দল, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান। এর বাইরে তিনটি আই লিগ দল থাকবে। অগ্রাধিকার পাবে ডায়মন্ড হারবার ও গোকুলাম। বাকি একটি দলের নাম খুব শীঘ্রই জানা যাবে। বলে দিই, আসন্ন শিল্ডে ছটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে তিনটি করে দল। দুই গ্রুপের মধ্যে লিগ সেরা দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥