সৌভিক মুখার্জী, কলকাতা: জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানকে (Pakistan) চরম আক্রমণ করল ভারত। দিল্লির স্থায়ী মিশনের কাউন্সিল কৃত্তিজ ত্যাগী এবার পাকিস্তানের দ্বিচারিতা ও নিজের দেশবাসীর উপরেই সেনা হামলার ঘটনা তুলে ধরে গোটা বিশ্বের সামনে তাদের মুখোশ টেনে খুলে আনল।
খাইবার পাখতুনখোয়ায় বোমাবর্ষণ পাকিস্তানি সেনার
প্রসঙ্গত, গত 22 সেপ্টেম্বর রাতের অন্ধকারে পাকিস্তান সেনা নিজেদের প্রদেশ অর্থাৎ খাইবার পাখতুনখোয়ার এক গ্রামে বোমাবর্ষণ করে। সরকারের বক্তব্য অনুযায়ী, একে সন্ত্রাসবিরোধী অভিযান বলা হলেও বাস্তবে এর জেরে ৩০ জন গ্রামবাসী প্রাণ হারিয়েছে। আর তাদের মধ্যে অনেকে নারী এবং শিশু ছিল। স্থানীয়রা একে জেট বোমাবর্ষণ বলেই অভিহিত করছে। এমনকি ভোরবেলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা শিশুদের মৃতদেহ এবং মহিলাদের লাশের ছবি গোটা বিশ্বের টনককে নাড়িয়ে দেয়। ফলত প্রশ্ন উঠছে, এই নিরাপরাধ মানুষরা কি সত্যিই সন্ত্রাসী ছিল?
জাতিসংঘে ভারতের সাফ জবাব
এই ঘটনাকে কেন্দ্র করে জেনেভায় অনুষ্ঠিত UNHRC-র বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছিল ভারত। কৃত্তিজ ত্যাগী পাকিস্তানকে একহাত নিয়ে বলেছেন, পাকিস্তান হল এমন একটা দেশ, যারা নিজেদের নাগরিকের উপরেই যুদ্ধবিমান হামলা চালায়। এমনকি বোমা ফেলে হত্যা করে। অন্যের ভূখণ্ড দখলের স্বপ্ন না দেখে তারা আগে ভারতের দখলকৃত ভূখণ্ড খালি করে এবং নিজেদের অর্থনীতি সামলানোর জন্যই মনোযোগ দেয়। নিজেরাই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে আর সন্ত্রাসবাদী কার্যকলাপ করে বেড়াচ্ছে। তারা এগুলি বন্ধ করুক।
#Watch | India delivered a sharp rebuttal to Pakistan at the UNHRC, with diplomat Kshitij Tyagi stating Islamabad should focus on vacating illegally occupied Indian territory and addressing its collapsing economy instead of coveting Indian land. He accused Pakistan of harbouring… pic.twitter.com/cE6EayF6zZ
— The Daily Jagran (@TheDailyJagran) September 24, 2025
ত্যাগী অভিযোগ করছেন, পাকিস্তানের সেনারা নিয়মিত ভাবেই এরকম আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ভুয়ো এবং প্ররোচনামূলক বক্তব্য রাখে। এমনকি তিনি এটাকে সম্পূর্ণ পুরনো মিথ্যা আখ্যা দিয়েই স্পষ্ট জানিয়ে দেন, ভারত প্রতিবারই পাকিস্তানের প্রতারণা এবং ভন্ডামি বিশ্বের সামনে তুলে ধরে।
সন্ত্রাসবাদের ইতিহাসে পাকিস্তান
উল্লেখ্য, পালামুয়া, উরি, পাঠানকোট, মুম্বাই থেকে শুরু করে পহেলগাঁওতে সাম্প্রতিক হামলার কথা এদিন স্মরণ করেছেন ত্যাগী। পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন, যে একসময় পাকিস্তানই কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদার নেতা ও ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। আর এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া পাকিস্তানের নতুন কোনও স্বভাব নয়, বরং দীর্ঘদিনের অভ্যাস।
আরও পড়ুনঃ পুজোর মরসুমে লাগামছাড়া বাড়ছে সোনা, রুপোর দর! আজকের রেট
এদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের নাগরিকত্ব ও সার্বভৌমত্ব রক্ষা করতে কোনওরকম আপস করা হবে না। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভন্ডামি সবসময়ই বিশ্বের সামনে তুলে ধরা হবে, লুকানোর কোনও জায়গা থাকবে না।