বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমে গ্রুপ পর্বে এবং পরে এশিয়া কাপের (Asia cup 2025) সুপার ফোর মিলিয়ে ভারতের কাছে দুবার হেরেছে পাকিস্তান। তাতেও আশা বেঁচে ছিল সলমান আলি আঘাদের। সেই মতোই গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মঞ্চ মাতিয়ে দিয়েছে পাক দল। বর্তমানে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তানের। তাহলে কি এশিয়া কাপের প্রধান মঞ্চে দেখা যাবে ভারত বনাম পাক মহারণ?
এই সমীকরণে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে পারবে পাকিস্তান?
প্রথমেই বলি, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও দুই পয়েন্টে ফাইনালের দিকে দৌড়াচ্ছে। যদিও তার আগে আজ ভারতের বিরুদ্ধে খেলতে হবে তাদের। তবে এই ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায়, সেক্ষেত্রে ফাইনালের লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবে তারা। অন্যদিকে ভারত যদি বুধবারের ম্যাচ জেতে, তবে পাকিস্তানের মতো বাংলাদেশেরও দুই ম্যাচে দুই পয়েন্ট হবে। ফলে, এরপর বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হলে তাদের মধ্যে যে দল জিতবে তারাই উঠবে ফাইনালে। এভাবেও ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে।
অনুরূপভাবে, বুধবারের ম্যাচে ভারত যদি বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে পাকিস্তানের। কীভাবে? এর জন্য প্রথমে বাংলাদেশ দলকে হারাতে হবে পাকিস্তানকে। তবে এটুকুতেই হবে না। পাকিস্তানকে ফাইনালে উঠতে গেলে শ্রীলঙ্কার কাছে হারতে হবে ভারতকে। তাহলেই সলমানদের স্বপ্নপূরণ সম্ভব।
কিন্তু যদি কোনও ভাবে, পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় এবং অপরদিকে বাংলাদেশের কাছে হেরে ভারত যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে যায় সে ক্ষেত্রে গরমিল পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও তখন তিনটি দলই চার পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে দুজন ফাইনালিস্টকে বেছে নেওয়া হবে নেট রান রেটের নিরিখে। এই হিসেবেও ভারত বনাম পাকিস্তান ফাইনাল হতে পারে।
অবশ্যই পড়ুন: লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চাই! BCCI-র কাছে জানাল শ্রেয়স আইয়ার
প্রসঙ্গত, পাকিস্তান যদি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় এবং ভারত যদি তাদের দুটি ম্যাচের দুটিতেই হেরে যায়, তবে ফাইনালে জায়গা পাকা করে নেবে ওপার বাংলা টাইগাররা। তখন কিন্তু ভারত, পাকিস্থান এবং শ্রীলঙ্কার মধ্যে থেকে নেট রান রেটের নিরিখে এগিয়ে থাকা দলকেই ফাইনালে ঠেলে দেওয়া হবে। যদিও এই পরিস্থিতি তৈরি হবে না বলেই আশা অনেকেরই।