ছন্দে ফিরছে শহর, এখনও কলকাতার কোথায় কোথায় জল? জানালেন মেয়র-ইন-কাউন্সিল

Published on:

kolkata rain

সহেলি মিত্র, কলকাতাঃ মঙ্গলবারের ভারী বৃষ্টিপাত কলকাতা (Kolkata Rain) শহর সহ বাংলার বহু জায়গাকে ডুবিয়ে দিয়েছে। আপাতত আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। যদিও এখন কলকাতার রাস্তাগুলিতে জলের স্তর কমতে শুরু করেছে। মূলত দুর্যোগ কাটিয়ে নিজের ছন্দে ফিরতে শুরু করেছে শহর। তবে এখনও অবধি এমন কিছু এলাকা রয়েছে যেখানে জল দাঁড়িয়ে রয়েছে। সেইসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কাও থাকছে।

দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে শহর

জানা গিয়েছে, কলকাতা শহরেই শুধুমাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজন নিহত হয়েছেন। এর ফলে জল জমে রয়েছে, এমন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। যাইহোক, শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে বড় মন্তব্য করেছেন কলকাতা পৌর কর্পোরেশনের পয়ঃনিষ্কাশন ও নিষ্কাশন (এসএন্ডডি) বিভাগের সদস্য-মেয়র-ইন-কাউন্সিল তারক সিং।

আরও পড়ুনঃ টাকা চাওয়ার অভিযোগ! বুদবুদে সিভিক ভলান্টিয়ারকে জুতোপেটা ড্রাইভারের

তিনি বলেন, “জলের স্তর কমতে শুরু করেছে। বেশ কিছু রাস্তা এবং এলাকা এখনও ডুবে আছে। যানবাহন চলাচল করছে। জলস্তর সম্পূর্ণরূপে কমতে কিছুটা সময় লাগবে। আমাদের ৮২টি পাম্পিং স্টেশনের সবকটিই কাজ করছে। কিন্তু খালগুলি প্রায় পূর্ণ হয়ে যাওয়ায়, জলস্তর ধীরে ধীরে কমছে।”

এখনও জলের তলায় বেশ কিছু এলাকা

শেষ আপডেট অনুযায়ী, বালিগঞ্জের বেশ কিছু এলাকা এবং রাস্তাঘাট, ঠনঠনিয়া কালী মন্দিরের কাছে, রাসবিহারী, গড়িয়াহাট, ক্যামাক স্ট্রিট, নিউ গড়িয়া এবং তারাতলা এখনও কয়েক ইঞ্চি গভীর জলের তলায় ডুবে আছে। “শুধু বৃষ্টির জলেই কিন্তু মঙ্গলবার শহর ডুবে যায়নি। প্রবল বৃষ্টিপাতের কারণে কলকাতার মধ্য দিয়ে বয়ে যাওয়া খালগুলি প্রায় পূর্ণ হয়ে যাওয়ায় খালের জলও বেরনোর রাস্তা না পেয়ে শহরে প্রবেশ করে। জোয়ারের সময় প্রতিদিন প্রায় আট ঘণ্টা লক গেট খোলা যায় না। লক গেট খোলা হলেই কেবল শহরের জলের স্তর কমতে পারে,” বলে জানান তারক সিং।

তবে আশঙ্কার মেঘ এখনও সরেনি কিন্তু বাংলার আকাশ থেকে। আজও বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এর পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥