রেশন কার্ড হারালে সহজেই অনলাইনে করুন ডাউনলোড, জানাল খাদ্য দফতর

Published on:

ration card online download

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি রেশন নেন সরকারের কাছ থেকে? কিন্তু পুজোর মুখে রেশন কার্ড (Ration Card) হারিয়ে ফেলে মাথায় হাত পড়েছে? তাহলে চিন্তা করার দরকার নেই। কারণ রেশন কার্ড হারিয়ে গেলে আপনার কী কী করা উচিৎ সে সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের তরফ থেকে বিশেষ কিছু ধাপ বলে দেওয়া হয়েছে। যেটি করলে আপনি সহজেই আপনার নতুন রেশন কার্ড পেয়ে যেতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন কী সেই ধাপ? তাহলে চলুন জেনে নেবেন ঝটপট।

রেশন কার্ড হারিয়ে গেছে?

নিজেদের এক্স হ্যান্ডেলে গ্রাফিক্সের মাধ্যমে রাজ্য খাদ্য দফতর বুঝিয়েছে নতুন রেশন কার্ড প্রসঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে, একজন বলছেন, ‘আমি রেশন কার্ড হারিয়ে ফেলেছি। এখন কী করে আবার নতুন কার্ড পাবো?’ অপর একজনকে বলে দেখা যাচ্ছে, নতুন করে রেশন কার্ড পাওয়ার জন্য একজন আপনাকে আর কোনও আবেদন করতে হবে না। আপনি নিজেই খাদ্য দফতরের ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

আসলে রেশন কার্ড হল খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জারি করা একটি নথি। এটি নাগরিকদের ভর্তুকিযুক্ত খাদ্য এবং সরবরাহ সরবরাহের উদ্দেশ্যে কাজ করে। রেশন কার্ড সারা দেশে পরিচয়ের প্রমাণপত্র হিসেবেও কাজে লাগে।

কারা রেশন পাওয়ার যোগ্য?

দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষদের রেশন কার্ড দেওয়া হয়। APL রেশন কার্ড সেইসব লোকদের দেওয়া হয় যারা দারিদ্র্যসীমার উপরে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর নীচে। অন্ত্যোদয় যোজনার আওতায় এবং অন্যান্য শ্রেণীর তুলনায় অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য AAY রেশন কার্ড প্রদান করা হয়। এছাড়া অন্নপূর্ণা যোজনার আওতায় AY রেশন কার্ড প্রদান করা হয়। এটি প্রতি মাসে বিনামূল্যে ১০ কেজি চাল প্রদান করে সাধারণ মানুষকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥