বিক্রম ব্যানার্জী, কলকাতা: অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের (Agni Prime Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। জানা যাচ্ছে, রেল বেসড মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয় এই ক্ষেপণাস্ত্রটি। বৃহস্পতিবারই সেই খবর নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট বলছে, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO এবং স্ট্যাটেজিক ফোর্সেস কমান্ডের যৌথ প্রচেষ্টায় পরীক্ষামূলকভাবে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি লঞ্চ করতে সক্ষম হয়েছে ভারত। বলে দিই, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারবে।
First launch of Agni-Prime from Rail-based launcher . pic.twitter.com/gOoL9EDs9A
— idrw (@idrwalerts) September 25, 2025
ভারতকে নতুন দিশা দেখাবে এই ক্ষেপণাস্ত্র
রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে লঞ্চ হওয়া অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটি দৃশ্যমানতার আড়ালে থেকে খুব সহজেই এবং অল্প সময়ে শত্রুকে জবাব দিতে সক্ষম। একই সাথে, এই সফল উৎক্ষেপণ ফিউচারস্টিক রেলভিত্তিক সিস্টেম ও পরিষেবাগুলিকে ইন্ডাকশন করতে সক্ষম হবে।
অবশ্যই পড়ুন: ভারতের সামনে চোখে সর্ষের ফুল দেখল বাংলাদেশ, ৪১ রানে জিতে এশিয়া কাপের ফাইনালে সূর্যরা
সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী
বিশেষজ্ঞরা বলছেন, অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের মতো এমন উন্নত ধরনের উৎক্ষেপণ ব্যবস্থা এটাই প্রথম। এ প্রসঙ্গে অবশ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, DRDO, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সহ সশস্ত্র বাহিনীকে জানিয়েছেন, এই ফ্লাইট পরীক্ষাটি ভারতকে নির্বাচিত দেশগুলির গ্রুপে অন্তর্ভুক্ত করবে।
তাঁর কথায়, এই সফল উৎক্ষেপণ ভারতকে সেই সব দেশের তালিকায় নিয়ে গেছে, যারা ইতিমধ্যেই চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। সেই সাথে নতুন এবং অত্যাধুনিক মিসাইলের সফল লঞ্চিং নিয়ে ভারতীয় সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন রাজনাথ।