বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতবিদ্বেষী আচরণের কারণে এবার দুই পাক ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের বিরুদ্ধে ময়দানে নামল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, ভারতীয় ভাবাবেগে আঘাত করে সেলিব্রেশন করার কারণে এবার এই দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ দায়ের করেছে BCCI (BCCI Complaint ICC)।
কী করেছিলেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার?
এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে হঠাৎ ইশারা করে যুদ্ধবিমান ভেঙে পড়ার ইঙ্গিত দেন পাক পেসার রউফ। শুধু তাই নয়, এরপর হাত উঁচিয়ে ছয়টি আঙুলও দেখিয়েছিলেন তিনি। এক কথায়, অপারেশন সিঁদুরে ভারতের 6টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। সেটাই ক্রিকেটের মঞ্চে দাঁড়িয়ে বোঝাতে চেয়েছিলেন হ্যারিস। আর তাতেই এবার শাস্তির মুখে দুই পাকিস্তানি ক্রিকেটার! বলে দিই, আগেই পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংসের দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।
অন্যদিকে, রউফ সতীর্থ, পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিও তৈরি হয়েছে বিতর্ক। আসলে সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পরই ব্যাট উঁচু করে সেলিব্রেশন করেন এই পাকিস্তানি ক্রিকেটার। তবে এদিন, তাঁর সেলিব্রেশানের ভঙ্গি ছিল বন্দুক উঁচু করে গুলি করার মতোই। যা একেবারেই ভাল চোখে দেখছেন না নেট নাগরিকরা। এদিকে এমন সেলিব্রেশনের পিছনে কোনও ভুল দেখছেন না ফারহানও।
অবশ্যই পড়ুন: ভারতের সামনে চোখে সর্ষের ফুল দেখল বাংলাদেশ, ৪১ রানে জিতে এশিয়া কাপের ফাইনালে সূর্যরা
শাস্তি ঘোষণা করবে ICC?
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, দুই পাকিস্তানি ক্রিকেটারের বিতর্কিত সেলিব্রেশন নিয়ে ICC-কে ইমেল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তবে মনে করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ পাওয়ার পর খুব শীঘ্রই গোটা ঘটনার শুনানি শুরু করতে পারেন জয় শাহেরা। সে ক্ষেত্রে, ICC এলিট প্যানেলে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে। এদিকে আবার, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পরই অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে PCB। তাদের যুক্তি, একজন ক্রিকেটার হয়ে সূর্য রাজনৈতিক মন্তব্য করেছেন।