সৌভিক মুখার্জী, কলকাতা: Google Chrome এর রাজত্ব নাকি শেষ হতে চলেছে! কারণ এবার বাজারে পা রাখার প্রস্তুতি নিয়েছে নতুন AI চালিত ব্রাউজার কমেট (Comet Browser)। আর এটি মার্কিন সংস্থা পারপ্লেক্সিটিরর তরফ থেকেই তৈরি করা। এমনকি এর পেছনে হাত রয়েছে ভারতীয় বংশোদ্ভূত সিইও অরবিন্দ শ্রীনিবাসের। আদৌ কি ক্রোমের দাপট শেষ হবে? চলুন খতিয়ে দেখি।
কী এই কমেট ব্রাউজার?
উল্লেখ্য, গুগল ক্রোম, ফায়ারফক্স কিংবা Edge-এর মতো এটি সাধারণ কোনও ব্রাউজার নয়। কমেট সম্পূর্ণ আলাদা। এটি Agentic AI সাপোর্টেড ব্রাউজার। অর্থাৎ শুধুমাত্র সার্চ নয়, বরং কমেট ব্রাউজার আপনার কাজ অটোমেটিক করে দেবে। এর মাধ্যমে টিকিট বুকিং থেকে শুরু করে অনলাইন শপিং কিংবা মিটিং সিডিউল, সবকিছুই কমান্ডের মাধ্যমেই হবে। কোনও টাইপ করার ঝামেলা পোহাতে হবে না। এমনকি ট্যাবও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
তবে এর জন্য মানতে হবে শর্ত। পারপ্লেক্সিটির ঘোষণা অনুযায়ী, ভারতে আপাতত পারপ্লেক্সিটি প্রো ব্যবহারকারীরাই একমাত্র এই ব্রাউজার ব্যবহার করতে পারবে। অর্থাৎ, সাধারণ ফ্রি ইউজাররা এটি ব্যবহার করতে পারবে না। প্রথম ধাপে এটি উইন্ডোজ ও ম্যাকের জন্যই চালু হবে। ধীরে ধীরে মোবাইল ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে। অর্থাৎ, এখনই অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবে না।
আলোচনার শিরোনামে কমেট
সম্প্রতি শ্রীনিবাস এক লিঙ্কডিন পোস্টে জানিয়েছে, ভারতে এবার থেকে ধীরে ধীরে এই কমেট ব্রাউজার চালু হবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম লঞ্চ হওয়ার পর এটি ব্যাপকভাবে প্রশংসাও কুড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে ডেটা সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ ওঠে। তবে শ্রীনিবাস মন্তব্য করেছিলেন, ব্যবহারকারীদের আরও ভালোভাবে বুঝতে অ্যাপের বাইরে থেকে ডেটা নেওয়া হতে পারে। যদিও পরে তিনি ব্যাখ্যা দেন যে, বক্তব্যটি প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছিল। ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন পার্সোনালাইজড ডেটা ব্যবহার করে এড়িয়ে যেতে পারেন।
আরও পড়ুনঃ দাম বাড়ল সোনা, রুপোর! আজকের রেট
প্রসঙ্গত, পারপ্লেক্সিটি মূলত এইআই চালিত সার্চ ইঞ্জিন হিসাবে কাজ করবে। কিন্তু গুগল বা বিং-এর মতো শুধুমাত্র লিঙ্ক দেখিয়েই ছাড়বে না, বরং ইউজারের প্রশ্নের সরাসরি উত্তর দেবে। আর এর ফলে সার্চ ইঞ্জিন জগতে এক নতুন অভিজ্ঞতা সৃষ্টি হতে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন এই কমেট ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আর কিছুদিন অপেক্ষা করতে হবে।