সরস্বতী মন্ত্র থেকে ভগবদ গীতা সবই ঠোঁটস্থ, আড়াই বছর বয়সে রেকর্ড গড়ল বর্ধমানের খুদে

Published on:

rajanyo pal

সহেলি মিত্র, কলকাতাঃ প্রতিভা কোনও বয়স দেখে হয় না। আর এই কথাটারই জলজ্যান্ত উদাহরণ হল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার নান্দাই গ্রামের রাজন্য পাল (Rajanyo Pal)। বয়স তাঁর মাত্র আড়াই বছর। এই বয়সে অনেক শিশুই ভালোভাবে কথা বলতে শিখতে পারে না, কিন্তু ব্যতিক্রমী রাজন্য। এই বয়সেই সে এমন এক রেকর্ড গড়েছে যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। এই একরত্তি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম তুলে ফেলেছে। সেইসঙ্গে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর তরফে রাজন্যাকে ‘আইবিআর অ্যাচিভার’ উপাধি অবধি দেওয়া হয়েছে। নিশ্চয়ই ভাবছেন সে কী এমন করেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

আড়াই বছর বয়সে রেকর্ড গড়ল খুদে কালনার রাজন্য পাল

রাজন্য পাল মাত্র ২ বছর ১ মাস বয়সেই আশ্চর্য কৃতিত্ব অর্জন করেছে। সে পূর্ব বর্ধমানের কালনার নান্দাই পঞ্চায়েতের আইমা পাড়ার বাসিন্দা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাঁকে তাঁর প্রতিভার জন “আইবিআর অ্যাচিভার” উপাধিতে ভূষিত করেছে। আসলে এই খুদে মাত্র এটুকু বয়সে সরস্বতী মন্ত্র, ভগবদ গীতার একটি শ্লোক, ১৩টি বাংলা ও ২টি ইংরেজি ছড়া আবৃত্তি করার পাশাপাশি ১৮টি প্রাণী ও ৬টি পাখির নাম ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে পারে রাজন্য।

শুধু তাই নয়, শরীরের ১২টি অঙ্গ, ৫০টি প্রাণী এবং ১০টি সবজি সহজেই চিহ্নিত করতে পারে রাজন্য। এটুকু বয়সে এরকম প্রতিভা খুব কমই দেখা যায়। এদিকে সন্তানের এহেন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি রাজন্যর বাবা ও মা। তাঁদের একরত্তি সন্তান যে এত কম বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর তরফে দেওয়া “আইবিআর অ্যাচিভার” উপাধি পাবে সেটা হয়তো তাঁরা কল্পনাও করতে পারেননি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥