সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স Jio গ্রাহকদের জন্য নতুন প্রিপেইড প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এল, যার দাম মাত্র 100 টাকা। তবে এই প্ল্যানকে কোনও সাধারণ রিচার্জ প্ল্যান ভেবে একদমই ভুল করবেন না। কারণ এখানে কল বা এসএমএস সার্ভিস ভ্যালিডিটি না থাকলেও ডেটা ভাউচার হিসেবে পাওয়া যাচ্ছে ভরপুর সুবিধা।
কী রয়েছে এই প্ল্যানে?
এই প্ল্যানটি রিচার্জ করলে 30 দিনের জন্য 5GB ডেটা পাওয়া যাবে। এমনকি OTT সুবিধা হিসেবে 30 দিনের জন্য JioHotstar Mobile/TV সাবস্ক্রিপশন মিলবে। আর সবথেকে বড় ব্যাপার, জিও তাদের নবম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের আরও বেশ কিছু এক্সক্লুসিভ বেনিফিট দিচ্ছে। তালিকায় রয়েছে—
- Jio Gold-এ 2% অতিরিক্ত ছাড় মিলবে। আর এর জন্য +91-8010000524 নম্বরে শুধু মিসড কল দিতে হবে।
- JioHome-এর নতুন কানেকশনে দুই মাস সম্পূর্ণ ফ্রি ট্রায়াল মিলবে।
- রিলায়েন্স ডিজিটালের নির্দিষ্ট ইলেকট্রনিক্সে 399 টাকা ছাড় মিলবে।
- Ajio-তে ন্যূনতম 1000 টাকা কেনাকাটা করলে 200 টাকার ফ্ল্যাট ছাড় মিলবে।
- Zomato-তে তিন মাসের জন্য Zomato Gold মিলবে।
- JioSaavn-এ 1 মাসের জন্য প্রিমিয়াম মিলবে।
- Netmeds-এ ছয় মাসের জন্য প্রো মেম্বারশিপ মিলবে।
- EaseMyTrip-র দেশীয় ফ্লাইটে 2200 টাকা ছাড় এবং হোটেলে অতিরিক্ত 15% ছাড় মিলবে।
ডেটা শেষ হলে কী করবেন?
প্রসঙ্গত, 5GB ডেটা খরচ হয়ে গেলেও চিন্তার কারণ নেই। কারণ সেক্ষেত্রে ইন্টারনেটের গতি নেমে আসবে 64 Kbps-এ। কিন্তু OTT বেনিফিট বা অন্যান্য অফার প্ল্যানের মেয়াদ পর্যন্তই চালু থাকবে।
আরও পড়ুনঃ একাই হবে কাজ! Chrome-কে টেক্কা দিতে ভারতে আসছে AI চালিত Perplexity-র Comet
উল্লেখ্য, জিও তাদের নবম বর্ষপূর্তি উপলক্ষে এই অফার নিয়ে এসেছে। যদিও এর আগে জিওর JioHotstar বেনিফিট যুক্ত আরও কিছু প্ল্যান রয়েছে। আর সেগুলির দাম 195 টাকা এবং 949 টাকা। তবে মাত্র 100 টাকার বিনিময়ে 5GB ডেটা, OTT সাবস্ক্রিপশন আর এতগুলি ফিচার সত্যিই কল্পনা করা যায় না। তাই এই অফার একদমই মিস করবেন না।