নেটওয়ার্ক বা WiFi ছাড়াই হবে কল, ফিচারেও নজরকাড়া! Xiaomi লঞ্চ করছে 15T সিরিজ

Published on:

Xiaomi 15T

সৌভিক মুখার্জী, কলকাতা: চায়না স্মার্টফোন নির্মাতা সংস্থা Xiaomi আবারও দিল চমক। গ্লোবাল ইভেন্ট সংস্থায় উন্মোচন করল তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15T এবং Xiaomi 15T Pro। মূলত শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং বিরাট ব্যাটারির পাশাপাশি এই ফোনের সবথেকে বড় আকর্ষণ নেটওয়ার্ক বা ওয়াইফাই ছাড়াই কলিং-এর সুবিধা। চলুন বিস্তারিত জেনে নিই এই মডেল সম্পর্কে।

কোথায় নতুনত্ব?

প্রসঙ্গত, এই ফোনে যুক্ত করা হয়েছে Xiaomi Astral Communication প্রযুক্তি। আর এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনওরকম নেটওয়ার্ক বা ওয়াইফাই ছাড়াই ভয়েস কল করতে পারবে। তবে শর্ত মানতে হবে। অবশ্যই ফোনে সিম কার্ড রাখতে হবে। আর উভয় ব্যবহারকারীর ফোনেই এই প্রযুক্তি থাকতে হবে। এই বিশেষ ফিচারটি মূলত প্রত্যন্ত এলাকাগুলোতে কাজ করবে, যেখানে নেটওয়ার্ক কভারেজ এখনও পৌঁছয়নি। আর এই গোটা প্রক্রিয়াটি এক্সটেন্ডেড ব্লুটুথ যোগাযোগের মাধ্যমে পরিচালিত হবে।

দেখে নিন দামের হিসাব

যদিও ভারতে এখনও এই সিরিজ লঞ্চ হয়নি। তবে আন্তর্জাতিক বাজারে Xiaomi ইতিমধ্যেই এই মডেলের দাম ঘোষণা করে দিয়েছে। Xiaomi 15T Pro এর দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় 77 হাজার টাকা থেকে। আর এটি 12GB RAM + 256GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। কালার অপশনের মধ্যে রয়েছে কালো, ধূসর এবং ম্যাচা গোল্ড।

পাশাপাশি Xiaomi 15T এর দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় 65 হাজার টাকা থেকে। আর এটিও 12GB RAM + 256GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে স্টোরেজের ক্ষেত্রে 512GB পর্যন্ত অপশন রয়েছে। আর এটি কালো, ধূসর এবং রোজ গোল্ড কালারে পাওয়া যাবে।

স্পেসিফিকেশন

প্রথমে আমরা যদি Xiaomi 15T Pro এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পাবো—

  • ডিসপ্লে- 6.83 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 144Hz এবং এতে Gorilla Glass 7i সুরক্ষা দেওয়া হবে।
  • প্রসেসর- এই ফোনটিতে MediaTek Dimensity 9400+ চিপসেট দেওয়া হচ্ছে, যা গেমিং-এর দিক থেকে সেরা পারফরম্যান্স দেবে।
  • RAM এবং স্টোরেজ- এই ফোনটিতে 12GB RAM এবং সর্বোচ্চ 1TB স্টোরেজ দেওয়া হবে।
  • ক্যামেরা- ফোনটিতে 50MP + 50MP + 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর সামনের দিকে রয়েছে 32MP সেলপি ক্যামেরা ।
  • ব্যাটারি- এই ফোনটিতে 5500mAh এর একটি বিরাট ব্যাটারি থাকবে এবং 90W ওয়্যার্ড চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেবে।
  • স্পেশাল ফিচার- এই ফোনটিতে অতিরিক্ত 3D IceLoop কুলিং সিস্টেম, IP68 রেটিং ফিচার দেওয়া হচ্ছে , যা ফোনটিকে রক্ষা করবে।

এবার Xiaomi 15T এর স্পেসিফিকেশনগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এই ফোনটিতে আমরা পাবো—

  • ডিসপ্লে এবং ফ্রন্ট ক্যামেরা Xiaomi 15T Pro মডেলের মতোই থাকবে।
  • প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 8400 Ultra টিপসেট।
  • 5500mAh এর একটি বিরাট ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে এই ফোনটিতে।
  • তাছাড়া এই ফোনে Astral Communication সাপোর্ট করবে, যা অভিজ্ঞতকে আরও একধাপ এগিয়ে রাখবে।

আরও পড়ুনঃ একাই হবে কাজ! Chrome-কে টেক্কা দিতে ভারতে আসছে AI চালিত Perplexity-র Comet

প্রসঙ্গত, আজকের দিনে স্মার্টফোনগুলিতে শক্তিশালী ক্যামেরা, ফার্স্ট চার্জিং নতুন কিছু নয়। তবে নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়া কলিং-এর সুবিধা সত্যিই কল্পনা করা যায় না। বিশেষ করে যারা ট্র্যাকিং করেন বা এমন কোনও জায়গায় থাকেন, যেখানে নেটওয়ার্ক দুর্বল, তাদের জন্য এটি হতে পারে সোনায় সোহাগা ফিচার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥