দুর্গাপুরে গীতা, তুলসি বিতরণ করা বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

Published on:

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ চতুর্থী, পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন। তাই রাজ্য জুড়ে এখন জোর প্রস্তুতি চলছে মায়ের আগমনের। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে দিনভর কাজ, কেনাকাটা থেকে শুরু করে মণ্ডপসজ্জা নিয়ে কোনো ত্রুটি রাখতে চাইছে না বাঙালি। এমতাবস্থায় উৎসবের মরশুমে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হল দুর্গাপুরে (Durgapur)। বিজেপির গীতা এবং তুলসী গাছ প্রদানকে নিয়ে শুরু হল বিক্ষোভ।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার, দুর্গাপুরের পান্ডবেশ্বরের মহাল গ্রামে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর উদ্যোগে স্থানীয়দের পুজোর উপহার হিসেবে গীতা ও তুলসী গাছ বিতরণ করার শেষ প্রস্তুতি চলছিল। কিন্তু সেই কর্মসূচি চলাকালীনই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল এলাকা জুড়ে। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগে তৃণমূলের দুষ্কৃতীরা নাকি বিজেপি কর্মীদের তাড়া করে মারধর করে। আর এই মারধরের কারণে দুই বিজেপি কর্মী আহত হন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও নাকি ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা বেশ তুঙ্গে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

বুধবার গীতা ও তুলসী গাছ বিতরণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হওয়ায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেন। বিজেপি কর্মীদের আহত হওয়ার প্রসঙ্গ তুলে সরাসরি টার্গেট করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন তৃণমূল জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখার্জী। তিনি বলেন, “বিজেপির পায়ের তলায় আর মাটি নেই, তাই ভুলভাল বকছে, তৃণমূলের সাথে এই ঘটনার কোনো যোগ নেই। তাঁদের দলের লোকরাই ইচ্ছা করে এমন ঘটনা ঘটিয়ে দোষ দিচ্ছে আমাদের নামে।”

আরও পড়ুন: আদালতের নির্দেশ মেনে ইডি দফতরে হাজির মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

উল্লেখ্য, বুকস্টল-অনুদানের পর চলতি বছর, জেলায়-জেলায় পুজোয় উপহার দেওয়ার কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। যদিও সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে বলে জানা গিয়েছে। সমস্ত জেলায় মহিলাদের এবার লাল পেড়ে শাড়ি দিতে চলেছে পদ্মশিবির। শুধু তাই নয়, মহালয়ার দিন জেলায় জেলায় পুজোর উপহার দেওয়ার কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি। কিন্তু তার মাঝেই গীতা ও তুলসী বিতরণ কাণ্ডকে নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে এক চাপা উত্তেজনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥