বাড়তি ১০ নম্বর বাতিলের দাবি নিয়ে পথে চাকরিপ্রার্থীরা! করুণাময়ীয়ে ধন্ধুমার কাণ্ড

Published on:

Karunamoyee

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি মাসের ৭ ও ১৪ তারিখেই যথাক্রমে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। জানা গিয়েছে পুজোর পরেই ফলপ্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সাংবাদিক বৈঠক করে খোদ এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। এমতাবস্থায় ফের করুণাময়ীতে (Karunamoyee) নামল এসএসসি চাকরিপ্রার্থীরা। মূলত দুটি দাবি নিয়ে বিক্ষোভ দেখানো শুরু করলেন এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পথে নামল পুলিশ।

ফের বিক্ষোভের শামিল চাকরিপ্রার্থীরা

কদিন আগেও এসএসসি অভিযান করেছিলেন চাকরিপ্রার্থীরা। ১ লক্ষ শূন্যপদে নিয়োগের দাবি তুলেছিলেন তাঁরা। সেদিনও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রতিবাদী চাকরিপ্রার্থীরা। আর সেই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই পুজোর মুখে ফের পথে SSC চাকরিপ্রার্থীরা শুরু করল আন্দোলন। রিপোর্ট অনুযায়ী চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে শুরু হল এক নয়া বিক্ষোভ। তাঁদের দাবি এই নম্বর দিলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন। তাই বাড়তি ১০ নম্বর বাতিল এবং শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে শুরু হয়েছে তাঁদের বিক্ষোভ। জানা গিয়েছে বেলায় বিকাশ ভবন অভিযান করা হবে চাকরিপ্রার্থীদের।

বাড়তি নম্বরের সুবিধা নিয়ে ক্ষোভ পরীক্ষার্থীদের

স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এক চাকরিপ্রার্থীর অভিযোগ, ‘দু-দফায় যে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে নতুন চাকরিপ্রার্থীরা কার্যত সুযোগই পাবে না। কারণ চাকরিহারাদের ১০ নম্বরের সুবিধা রয়েছে। তাই শীঘ্রই এটা বাতিল করতে হবে। নাহলে এতদিন পর পরীক্ষা নিয়েও চাকরি তারাই পাবেন যারা আগেই পেয়েছিলেন এবং দুর্নীতির কারণে চলে গেছিল। অনেকটা গঙ্গাজলে গঙ্গা পুজো করার মতো।’ তাঁদের স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্যানেলের কোনও ভিত্তিই নেই সেই সকল চাকরিহারাদের বাড়তি নম্বরের সুবিধা দেওয়া যাবে না।

আরও পড়ুন: দুর্গাপুরে গীতা, তুলসি বিতরণ করা বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

প্রসঙ্গত, এদিন চাকরিহারা যোগ্য গ্রুপ-সি অধিকার মঞ্চও করুণাময়ীতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাঁদের বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের জন্যই আজ যোগ্যরা পথে বসেছে। এই কারণেই দীর্ঘ প্রায় ৭ মাস বেতনহীন থাকতে হচ্ছে সকলকে, এর একটা বিহীত দূর করতে হবে নইলে না খেতে পেয়ে মরতে হবে আমাদের।”এক শিক্ষাকর্মীর কথায়, যারা অযোগ্য বলে প্রমাণিত তাদের চাকরি দেওয়ার চেষ্টা করছে সরকার, আর যোগ্যরা বঞ্চিত হচ্ছে। এটা মেনে নেওয়া যাবে না। দিন কয়েক আগেই টেট উত্তীর্ণরাও ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের জন্য দাবি জানিয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥