বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার বাংলাদেশকে নাকের জলে চোখের জলে করে এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। এদিকে, মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। ফলত, এশিয়া কাপের ফাইনালে কোন দুই দল উঠবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদিও তার উত্তর খুঁজতে হবে দুই ভাই থুড়ি, পড়শি বাংলাদেশ এবং পাকিস্তানকে। আজই সুপার ফোরের মঞ্চে একে অপরের মুখোমুখি হবে দুই দল। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মজার প্রশ্ন ছুঁড়লেন পাক পেসার শাহীন আফ্রিদি (Shaheen Afridi On Bangladesh Tigers)।
বাংলাদেশ টাইগারকে চেনেন না আফ্রিদি?
সম্প্রতি, এশিয়া কাপের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার আফ্রিদি। সেখানেই এক পাকিস্তানি সাংবাদিক তাঁকে বাংলাদেশ টাইগারদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে প্রশ্ন করতে গেলে শাহীন বলে বসেন, ‘টাইগার কে?’ এদিন তার দৈহিক আচরণ দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট দলের পোশাকি নাম যে, ‘টাইগার’, সেটা জানতেন না তিনি। পরে অবশ্য, গোটা বিষয়টি খোলসা করার পর, পাক তারকা বললেন, ও আচ্ছা! সরি। যা নিয়ে ইতিমধ্যেই হাসির রোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
‘টাইগার কে? বাংলাদেশ! ও আচ্ছা, দুঃখিত’ – শাহীন আফ্রিদি যেন চেনেই না বাংলাদেশকে!
#ShaheenShahAfridi #BANvPAK #reels #reelsfb #BangladeshCricket #asiacup2025 #reelsfypシ #shorts #asiacupPosted by SportsTube on Wednesday, September 24, 2025
অবশ্যই পড়ুন: বাদ নায়ার, অভিমন্যু! বড় দায়িত্বে জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের
বাংলাদেশকে হারালেই ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারবে পাকিস্তান?
সুপার ফোরের দুই ম্যাচের দুটিতেই জিতেছে ভারত। বুধবার, বাংলাদেশের বিরুদ্ধে 41 রানে জয়ের পর, এশিয়া কাপের ফাইনালে একপ্রকার নিজেদের আসন পাকা করে ফেলেছে সূর্যকুমার যাদবের দল। যদিও, আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। ওয়াকিবহাল মহলের মতে, এই ম্যাচ জিতে ফাইনালে আনুষ্ঠানিকভাবে খুঁটি গাড়বে ভারত। এদিকে, টিম ইন্ডিয়ার কাছে পরপর দুই ম্যাচ হারলেও সদ্য শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।
হিসেব বলছে, আজ বাংলাদেশের ম্যাচে পাকিস্তান যদি জিতে যায়, সেক্ষেত্রে এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি হতে পারে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই সম্ভাবনাটাই জোরালো হচ্ছে টাইগারদের ম্যাচে আগে। তবে যদি এর উল্টো ঘটনা ঘটে অর্থাৎ বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যায়, সে ক্ষেত্রে জটিল সমীকরনের ধাঁধায় পড়ে যাবে সলমান আলি আঘার দল।