সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর মুখে রোমহর্ষক দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi Lorry Accident)। জাতীয় সড়কে দুটি মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে বেঘোরে প্রাণ গেল ২ জনের। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ চতুর্থীর দিন ঘটনাটি ঘটেছে সাগরদিঘিতে।
দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ২
জানা গিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ হয় এবং চোখের নিমিষে দুটি লরিতেই আগুন লেগে যায়। এদিকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় লরি চালকের। প্রত্যক্ষদর্শীদের মতে, চালক লরি থেকে বেরনোর সুযোগ অবধি পায় না। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে। আর এই ভিডিও দেখে আঁতকে উঠবেন আপনিও।
স্থানীয় থেকে শুরু করে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় একটি চা বোঝাই গাড়ি ও বালিভর্তি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তারপরই চা বোঝাই গাড়িটিতে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে যায় অন্য গাড়িটিতেও। চোখের নিমিষে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দুর্ঘটনায় আহত হন দুই লরির চালক ও খালাসি। চা বোঝাই গাড়ির খালাসি আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারলেও চালক আটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।
তদন্ত শুরু পুলিশের
এদিন ভোরে এক লরি চা বোঝাই করে বহরমপুরের দিকে যাচ্ছিল। অপর লরিটি বালি বহন করে স্থানীয় পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে যাচ্ছিল। এসময় দুই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়দের দাবি, দুটি লরির গতি স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সজোরে ধাক্কার ফলে লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যার ফলে লরির কেবিনে আটকে পড়েন চালক ও খালাসি। সেই সময় লরিতে আগুন ধরে যায়। দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকার্যে নামেন স্থানীয়রা।
তাঁরা দগ্ধ অবস্থায় চালক ও খালাসিকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে লরির চালক এবং খালাসির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।