পুজোয় বড় চমক ইমামির! তৈরি হচ্ছে আটার দুর্গা, ভিড়লেন ইস্টবেঙ্গল প্লেয়াররাও

Published on:

Emami Durga Idol emami healthy and tasty puja with atta

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার পুজোয় বড় চমক ইমামি হেলদি অ্যান্ড টেস্টির। খোঁজ নিয়ে জানা গেল, আটা দিয়েই দুর্গা প্রতিমা (Emami Durga Idol) তৈরি করছেন তারা। সংস্থার ব্যতিক্রমী এই উদ্যোগে হাত লাগিয়েছেন ইস্টবেঙ্গলের নারী-পুরুষ উভয় দলের প্লেয়াররাই। গতকাল অর্থাৎ বুধবার রাজডাঙ্গা নবউদয় সংঘ চক্রবর্তী পাড়ার সেক্টর এ তে আটার তৈরি বিশেষ দুর্গা প্রতিমাটি প্রদর্শিত হয়। সেখানেই দেখা মেলে মহম্মদ রশিদ থেকে শুরু করে লাল হলুদের এক ঝাঁক তারকার।

আটার দুর্গা তৈরির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও

বেশ কয়েকদিন ধরেই আটার দুর্গা প্রতিমা তৈরি করছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। সূত্রের খবর, টানা 15 দিন দেবী প্রতিমা তৈরির কাজ চলবে। না বললেই নয়, ভোজন রসিক বাঙালির হেঁশেলের পছন্দের নাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সদ্য তাদের পণ্য উৎপাদন বাড়িয়েছে। আর সেই সূত্রেই ইমামি অ্যাগ্রোটেক বাজারে নিয়ে এসেছে, নতুন পণ্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টির ফ্রেশ চাক্কি আটা। এবার সেই আটা দিয়েই গড়ে উঠছে দেবী দুর্গার মূর্তি। সঙ্গে ব্যবহার করা হয়েছে গমের বীজও।

বলে রাখা ভাল, আটার দুর্গা তৈরির একেবারে প্রথম দিনেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ইমামির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনেত্রী বলেন, প্রত্যেক বছর পুজোতে নতুন কিছু করে দেখানোর চেষ্টা করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। এবারও তার অন্যথা হল না কিন্তু। এবছর তারা কলকাতাবাসীকে বড় চমক দিতে চলেছে। তৈরি হচ্ছে আটার দুর্গা।

অবশ্যই পড়ুন: পহেলগাঁও হামলায় জঙ্গিদের সাহায্যকারী ধৃত ইউসূফের খবর কীভাবে পেলেন তদন্তকারীরা?

প্রসঙ্গত, খাবারের বাজারে অতি পরিচিত নাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টির বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া জগত থেকে শুরু করে অভিনয় জগতের কলাকুশলীরা। অভিনেত্রী প্রিয়াঙ্কার পাশাপাশি ইমামির আটার দুর্গার অভিনব ভাবনার প্রশংসা করেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররাও। জানিয়ে রাখি, ইমামির আটার দুর্গা তৈরির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, মহম্মদ রশিদ, আনোয়ার আলি থেকে শুরু করে অন্যান্য নামকরা মুখেরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥