সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) থিম নিয়ে তুমুল বিতর্ক দক্ষিণ ২৪ পরগনায়। মাঝপথে খুলে দেওয়া হল পুজো মন্ডপ। সূত্রের খবর, সাগরের চকফুলডুবি বাজারের সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পুজোর থিম বানিয়েছিল অপারেশন সিঁদুর। তবে প্রশাসনিক চাপে পড়েই শেষ মুহূর্তে প্যান্ডেলের কাপড় খুলতে বাধ্য হল উদ্যোক্তরা। তাঁরা জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে এই থিমের প্যান্ডেল রাখা যাবে না।
থিম থেকে বাদ অপারেশন সিঁদুর
পুজো উদ্যোক্তাদের বক্তব্য, এবারের থিমটি আমরা আগেভাগেই ঘোষণা করে রেখেছিলাম। কার্ডেও ছাপিয়েছি, ব্যানারও দিয়েছি। নানা জায়গায় প্রচার চালিয়েছি। তবে প্রশাসনিক চাপের কারণে আমাদের বাধ্য হয়ে প্যান্ডেল খুলতে হল। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি অনুদান ফেরত পাঠাবো। তবে পুলিশ, প্রশাসন এবং সাগর ব্লক প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও সেরকম কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে সাগরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই প্যান্ডেলের কাপড় খোলা নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে। এক স্থানীয় বাসিন্দা বলছেন, পুজোর আয়োজন প্রধানত তৃণমূল কংগ্রেসের লোকজনই করেছে। তবে অপারেশন সিঁদুর থিমটি নিয়েই বিরোধিতা করছে। বিধায়কও পরে আপত্তি জানিয়েছিলেন। এমতাবস্থায় উদ্যোক্তাদের উপর চাপ সৃষ্টি হয়।
এদিকে মন্ত্রী বঙ্কিম হাজরা অভিযোগকে খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, সবজায়গায় মিথ্যা অপপ্রচার চলছে। পুজো কমিটিতে যারা রয়েছেন, তারা বিজেপির সঙ্গে যুক্ত। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, প্রশাসনের কেউ ঠিক করতে পারে না কীভাবে দুর্গাপুজো করা হবে। অপারেশন সিঁদুর ভারতীয় সেনাদের সাহসিকতার প্রতীক। প্রশাসন যদি বিরোধিতা করে, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলায় জঙ্গিদের সাহায্যকারী ধৃত ইউসূফের খবর কীভাবে পেলেন তদন্তকারীরা?
অন্যান্য এলাকায়ও একই ঘটনা
প্রসঙ্গত, এবারের দুর্গাপুজোয় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর থিম অপারেশন সিঁদুর। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেছেন যে, তাদের পুজোর উপরও প্রশাসনের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। তবে সেখানে প্যান্ডেল খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি।