‘ভারতে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার চলে!’ ফের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য ইউনূসের

Published on:

Muhammad Yunus On India he said seven sisters are landlock

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারত নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। কন্ঠে উঠল সেই সেভেন সিস্টার্সের প্রসঙ্গ (Muhammad Yunus On India)। তবে তার আগে বলে নিলেন, ভারতে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার চালানো হয়। একই সাথে, ইউনূস এও মেনে নিলেন, ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের যথেষ্ট সমস্যা রয়েছে।

ফের সেভেন সিস্টার্স নিয়ে মুখ খুললেন ইউনূস

HT এর রিপোর্ট অনুযায়ী, ফের ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে ল্যান্ডলকড বলেই আখ্যা দিলেন ওপারের নোবেল জয়ী। ইউনূসের কথায়, বাংলাদেশের অর্থনীতি আমাদের সীমান্তের মধ্যে আবদ্ধ। কিন্তু এটা কেন? আমরা কেন প্রতিবেশীদের দিকে তাকাবো না? নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স রয়েছে। তাদের কাছে সমুদ্রে যাওয়ার কোনও পথ খোলা নেই। ওটা একটা ল্যান্ডলকড অঞ্চল।

এদিন, সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতে বলতেই ইউনূস বলেন, বঙ্গোপসাগর তো এখানেই আছে। আমরা সবাই সেটা ভাগ করে নিতে পারি। এতে আমরা দু পক্ষই লাভবান হব। ইউনূস মনে করেন, একে অপরের মধ্যে সমঝোতা বজায় রেখে বাণিজ্য বৃদ্ধি সম্ভব। তাঁর দাবি, আমরা তো বঙ্গোপসাগর ভাগ করে নিতে পারি। তাহলেই বাকি বিশ্বের সাথে সংযোগ স্থাপন করা যাবে। আপনারাও বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন, আমরাও আপনাদের ওখানে বিনিয়োগ করব।

মিনি সার্ক গঠন করতে চান বাংলাদেশের প্রধান

এর আগে চিনের মাটিতে দাঁড়িয়ে নিজেদের বঙ্গোপসাগরের অভিভাবক বলে দাবি করেছিলেন শান্তিতে নোবেল জয়ী। এবার বললেন, সার্ক সক্রিয় নেই তো কী হয়েছে, আমরা মিনি সার্ক গঠন করতে পারি তো। একে অপরের মধ্যে বাণিজ্যিক চুক্তি তো করতেই পারি। সেখানে না হয় রাজনীতি থাকবে না। এতে আমরা সকলেই লাভবান হব। এ কথা বলতে গিয়েই ভারতের প্রসঙ্গ টানেন ইউনূস। বলেন, এই মুহূর্তে আমাদের সাথে ভারতের সমস্যা রয়েছে। কারণ আমাদের এখানে পড়ুয়ারা যা করছে তা ভারতের লোকজন ভাল চোখে দেখছে না।

ইউনূস মনে করেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সমস্যার কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। শান্তিতে নোবেল জয়ীর বক্তব্য, হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত থেকে অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। বলা হচ্ছে আমাদের এখানে ইসলামপন্থী আন্দোলন হচ্ছে। ইউনূসের দাবি, ভারত হাসিনাকে ইচ্ছেমতো ব্যবহার করছিল। সেই সূত্রেই হাসিনা বাংলাদেশে নানান সমস্যা সৃষ্টি করেছিলেন।

অবশ্যই পড়ুন: বরুণ চক্রবর্তীর বলে একের পর এক ক্যাচ মিস! ষড়যন্ত্রের শিকার KKR তারকা?

উল্লেখ্য, সার্ক পুনর্বহালের দাবি নিয়ে আমেরিকার দরবারে হাজির হয়েছিলেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আমেরিকান কূটনৈতিক সের্জিও গোরের সাথেও আলোচনা করেন তিনি। এবার বললেন, সার্কের দেশগুলোর মধ্যে ভিসা ছাড়াই নাগরিকদের যাতায়াত করতে দেওয়া হোক। এমনিতেই বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীর রুখতে কাল ঘাম ছুটেছে নয়া দিল্লির! তার উপর আবার ইউনূস বলছেন, আমি চাই সার্ক আবার নতুনভাবে ফিরে আসুক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥