প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো একেবারে দোরগোড়ায়। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো পরিক্রমা, প্ল্যানিং, কেনাকাটা সব প্রায় শেষ, কিন্তু দুর্যোগ তবুও যেন পিছু ছাড়ছে না। পুজোর মুখেও শহরবাসীর দুর্ভোগ অব্যাহত। তার উপর আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগরে নতুন করে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তমী পর্যন্ত বৃষ্টি (Weather Update) চলবে। কোথাও কোথাও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা।
এইমুহুর্তে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবেই আগামী ১২ ঘণ্টায় উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আগামীকাল তা ঘনীভূত হয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পরিণত হবে নিম্নচাপে। শনিবার সকালে ওই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত সাত দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সপ্তমী পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গে মেঘ রোদের খেলা চলবে। বৃষ্টি কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত আগামীকাল ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: ‘হিন্দুদের ভোটাধিকার কাড়তে আউশগ্রামের মুসলিম প্রধান বুথ করছে TMC!’ অভিযোগ সুকান্তর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এদিকে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবার কারণে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।