সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজো মানেই কলকাতায় জনসমুদ্রের ঢেউ। আর সেই ভিড়ের সিংহভাগ সামলাতে হয় ভারতীয় রেলকে (Indian Railways)। সেজন্য শিয়ালদা বিভাগ ইতিমধ্যেই যাত্রীদের বাড়তি চাপ সামলানোর জন্য বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রবেশদ্বার থেকে শুরু করে অতিরিক্ত বুকিং কাউন্টার, এমনকি কিউআর কোড টিকিটিং কিংবা আধুনিক ইউরিনাল কমপ্লেক্স তৈরি করা হয়েছে। ফলে সব মিলিয়ে যাত্রীদের অভিজ্ঞতা আরও একধাপ এগোবে।
শিয়ালদায় নতুন চমক ‘প্রফুল্ল দ্বার’
রিপোর্ট অনুযায়ী, শিয়ালদার প্ল্যাটফর্ম নম্বর ১-এ এবার নতুন প্রবেশদ্বার প্রফুল্ল দ্বার উদ্বোধন হয়েছে। এর ফলে শিয়ালদার মেন গেট ও মেন লাইন প্ল্যাটফর্মের ভিড়ের চাপ অনেকটাই কমবে। এর মাধ্যমে যাত্রীরা খুব সহজে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারবে। পাশাপাশি যাত্রীদের জন্য আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- ৯টি নতুন বুকিং কাউন্টার তৈরি করা হয়েছে, যার মধ্যে ৭টি সাধারণ যাত্রীদের জন্য, ১টি মহিলাদের জন্য এবং ১টি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য।
- তিনটি আধুনিক এটিভিএম মেশিন।
- কিউআরকোড টিকিটিং ব্যবস্থা।
- ট্রেন নির্দেশক বোর্ড, জিপিএস ঘড়ি, উন্নত আলোকসজ্জা এবং নতুন পাবলিক অ্যাড্রেস সিস্টেম।
দমদমেও অতিরিক্ত কাউন্টার
জানা যাচ্ছে, দমদম স্টেশনের দ্বিতীয় প্রবেশপথে খোলা হয়েছে নতুন একটি বুকিং অফিস। আর এখন সেখানে তিনটি নতুন কাউন্টার রয়েছে, যার মধ্যে একটি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য। সঙ্গে দুটি নতুন এটিভিএম মেশিন, কিউআর কোড টিকিটিং ব্যবস্থা এবং উন্নত আলোকসজ্জার ব্যবস্থা থাকছে। এদিকে এর আগে কেবল প্ল্যাটফর্ম ১ এবং ৫-এই টিকিট কাউন্টার ছিল। ফলে যাত্রীদের ভিড় অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করা হচ্ছে।
তবে শুধু যাত্রী সুবিধা নয়, বরং পরিষেবা ও পরিচ্ছন্নতার উপরও জোর দিয়েছে এবার ভারতীয় রেল। কাঁচরাপাড়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ১-এ তৈরি করা হচ্ছে আধুনিক ইউরিনাল কমপ্লেক্স। আর সেখানে দশটি ইউরিনাল, ওয়াশ বেসিন এবং হ্যান্ডেরেল থাকছে। এটি মূলত বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য উপকারে আসবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ “বেবি আই লাভ ইউ!” ছাত্রীদের মেসেজ পাঠাত স্বামী চৈতন্যানন্দ! ফাঁস একাধিক কুকীর্তি
দুর্গাপুজো স্পেশাল ট্রেন
উৎসবের দিনগুলিতে বাড়তি ভিড় সামলানোর জন্য আরও বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। এবার শিয়ালদা ডিভিশনে মোট ৩১টি বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে, যার মধ্যে শিয়ালদা উত্তর বিভাগে ১৯টি স্পেশাল ট্রেন চলবে আর শিয়ালদা দক্ষিণ বিভাগে ১২টি স্পেশাল ট্রেন চলবে।