বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর পরের মাসেই সুপার কাপ (Super Cup 2025-26)। সেই আসরে একই গ্রুপে জায়গা হয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। এ গ্রুপে দুই ময়দান প্রধানের সাথেই নিজেদের জায়গা খুঁজে নিয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। কাজেই, ইস্ট, মোহন যেহেতু একই গ্রুপে, ফলে গ্রুপ পর্বেই যে হাইভোল্টেজ ডার্বি দেখার সৌভাগ্য হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কবে গড়াবে সেই মহারণ? জানতে উদগ্রীব হয়ে রয়েছেন ভক্তরা।
কবে হবে সুপার কাপের প্রথম হাই ভোল্টেজ ডার্বি?
স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, 25 অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপ। টুর্নামেন্ট চলবে নভেম্বরের 22 তারিখ পর্যন্ত। সূত্রের খবর,অক্টোবরের প্রথম দিন অর্থাৎ 25 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ মাঠে নামবে মোহনবাগান। ধারণা করা হচ্ছে, 31 অক্টোবর মাসের শেষ দিন সুপার কাপে গড়াতে পারে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হাই ভোল্টেজ ডার্বি। যদিও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও মেলেনি।
এক নজরে সুপার কাপের গ্রুপ বিন্যাস
সুপার কাপের প্রথম গ্রুপ অর্থাৎ এ গ্রুপে রয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাইন এফসি ও রিয়াল কাশ্মীর। একইভাবে বি গ্রুপে জায়গা পেয়েছে, এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড ও ইন্টার কাশি। সি গ্রুপে রয়েছে, কলকাতা ময়দানের প্রধান মহামেডান, বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি ও গোকুলাম কেরালা। সব শেষে, গ্রুপ ডি তে আছে, মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড।
অবশ্যই পড়ুন: পুজোয় বড় চমক ইমামির! তৈরি হচ্ছে আটার দুর্গা, ভিড়লেন ইস্টবেঙ্গল প্লেয়াররাও
গোয়ায় হবে সুপার কাপের উদ্ভোধন
কয়েক মাস আগেই ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আগে হবে সুপার কাপ, তারপর ইন্ডিয়ান সুপার লিগ। সেই মতোই, 25 তারিখ থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টুর্নামেন্ট। আপাতত যা খবর, সুপার কাপের উদ্বোধন হতে চলেছে গোয়ায়। সেই মর্মে, ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব এবং ফ্রাঞ্চাইজিগুলিকে প্রাথমিক সূচি পাঠিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হওয়াটা এখনও বাকি। মনে করা হচ্ছে সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে।