সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ সেপ্টেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। শিয়ালদায় প্রফুল্ল দ্বার, মুখোমুখি লরির সংঘর্ষে মৃত্যু, করুণাময়ীতে এসএসসি বিক্ষোভ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন
১০) মেয়েদেরকে “বেবি আই লাভ ইউ” মেসেজ পাঠাতেন দিল্লি বাবা
দিল্লিতে স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে এবার গুরুতর যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৭ জন ছাত্রীকে বিভিন্নভাবে হয়রানি করেছেন তিনি। এমনকি ভর্তি নেওয়ার পর তিনি জোরপূর্বক ফর্মে সই করানো, ব্যক্তিগত নম্বর হাতিয়ে নেওয়া, এমনকি “বেবি আই লাভ ইউ” ধরনের আপত্তিকার মেসেজ পাঠিয়েছে। হোলি এবং ঋষিকেশ সফরের সময়ও মেয়েদের সাথে অশালীন কর্মকাণ্ড ঘটিয়েছেন। এই ভন্ড বাবা প্রতিবাদ করলে পরীক্ষায় বাধা এবং নম্বরও কেটে দেওয়া হয়। এমনকি তার ভাইকে অপহরণের হুমকিও দিয়েছে। বর্তমানে পুলিশ তাঁকে খুঁজে বেড়াচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) দুর্গাপুজো উপলক্ষে গরিবদের উপহার দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়
দুর্গাপুজোর আগমনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বিরাট উদ্যোগ নিলেন। ডায়মন্ডহারবার এলাকাসহ সাতটি বিধানসভায় সাড়ে ৪ লক্ষ দুস্থ ও প্রবীণ নাগরিকের কাছে এবার পুজোর উপহার দিচ্ছেন তিনি। শাড়ি, ধুতি, লুঙ্গি, গেঞ্জি সহ সাংসদদের শুভেচ্ছা বার্তা লেখা কার্ড উপহার দিচ্ছেন তিনি। প্রয়োজনে আরও উপহার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে। উল্লেখ্য, অভিষেকের প্রথমবার নয়, করোনা লকডাউনের সময়ও তিনি বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন। আর এবার উৎসবের আনন্দ বাড়াতেই এরকম উদ্যোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) শিয়ালদায় খুলল নতুন প্রবেশদ্বার প্রফুল্ল দ্বার
সাত বছর পর শিয়ালদায় নতুন প্রবেশদ্বার প্রফুল্ল দ্বার উদ্বোধন হয়েছে, যা প্ল্যাটফর্ম ১-এর ভিড় কমাতে সাহায্য করবে। নতুন নয়টি টিকিট বুকিং কাউন্টার, কিউআর কোড টিকিটিং, আধুনিক এটিভিএম মেশিন, ট্রেন নির্দেশক বোর্ড, জিপিএস ঘড়ি, উন্নত আলোকসজ্জা, সবকিছুই করা রয়েছে এবার শিয়ালদা স্টেশনে। দমদম স্টেশনে অতিরিক্ত তিনটি কাউন্টার এবং আধুনিক ইউরিনাল কমপ্লেক্স তৈরি করা হয়েছে। আর দুর্গাপুজোর ভিড় সামলাতে শিয়ালদা ডিভিশনে ৩১টি বিশেষ ট্রেন চালানো হবে, যা যাত্রীদেরকে আরও সুবিধা এবং পরিষেবা দেবে, তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) সাগরদিঘীতে মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ২
সাগরদিঘীতে চতুর্থির দিনেই দুটি মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষের পর দুটি লরিতেই আগুন লেগে যায় এবং দুইজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সংঘর্ষের সময় দুটি লরির গতি নিয়ন্ত্রণের বাইরে ছিল বলেই জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শিরা বলছে, চা বোঝাই লরির খালাসি আগুন থেকে বাঁচলেও চালক আটকা পড়ে যান। দমকলের ঘন্টাখানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) করুণাময়ীতে ফের এসএসসি প্রার্থীদের বিক্ষোভ
কলকাতার করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা ফের বিক্ষোভে নেমেছে। তাদের এবার মূল দাবি নতুন পরীক্ষার্থীদের বঞ্চনা এড়াতে বাড়তি ১০ নম্বর বাতিল এবং শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। চলতি মাসেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে। আর পূজোর পরেই তার ফল প্রকাশ হবে। চাকরিপ্রার্থীরা অভিযোগ করছে, আগের পরীক্ষার্থীদের সুবিধাজনিত ১০ নম্বরের কারণে নতুনরা সুযোগ পাবে না। যোগ্য গ্রুপ সি অধিকার মঞ্চও বিক্ষোভে সামিল হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) অপারেশন সিঁদুর পুজোর থিম হওয়ায় খুলতে বাধ্য হল কর্তৃপক্ষ
দক্ষিণ ২৪ পরগনায় এবারের দুর্গাপুজোর থিম অপারেশন সিঁদুর। আর তা নিয়েই সৃষ্টি হয় বিতর্ক। সাগরের চকফুলডুবি বাজারের সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রশাসনের চাপের কারণে কাপড় খুলতে বাধ্য হয়েছে। উদ্যোক্তারা জানাচ্ছে, তারা থিমটি আগেই ঘোষণা করেছিল। এমনকি বিলও ছাপানো হয়ে গিয়েছিল। তবে প্রশাসনের নির্দেশে পুজো বন্ধ করতে বাধ্য হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে এ নিয়ে। রাজনৈতিক নেতাদের অভিযোগ এবং প্রতিক্রিয়ার মধ্যেও মন্ত্রী বঙ্কিম হাজরা মিথ্যা অপোচারের অভিযোগ তুলেছেন। তবে অন্য জায়গায় যেমন সন্তোষ মিত্র স্কোয়ারের থিম একই থাকলেও সেরকম প্যান্ডেল খোলার ঘটনা ঘটেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) পহেলগাঁও হামলার জঙ্গিদের সাহায্যকারী ইউসূফকে গ্রেপ্তার
পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের জঙ্গি সংগঠনের সহায়ক হিসেবে কাজ করেছিল কাশ্মীরি শিক্ষক মোহাম্মদ কাটারি ইউসূফ। আর তাঁকে গতকাল দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এবং তদন্তকারীরা ইউসূফের তথ্য নিহত জঙ্গীদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামের মাধ্যমেই পেয়েছে। জানা যাচ্ছে, তিনি স্থানীয়ভাবে জঙ্গিদের লজিস্টিক এবং অন্যান্যদের সাহায্য দিত। অপারেশন মহাদেব চলাকালীন তিন জঙ্গিকে হত্যা করার পরে তাঁর যোগসূত্রে উঠে আসে। যদিও ২৬ জনের মৃত্যুর সঙ্গে তার প্রত্যক্ষ অংশ এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) দুর্গাপুরে গীতা, তুলসি বিতরণ করা বিজেপি কর্মীদের মারধর
দুর্গাপুরের পাণ্ডবেশ্বর মহাল গ্রামে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে এবার গীতা ও তুলসী গাছ বিতরণ করার সময় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠছে, তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের তাড়া করে মারধর করেছে এবং আহতও হয়েছে। এই ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিজেপি নেতা পুলিশ প্রশাসনের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। এমনকি তৃণমূলকে সরাসরি অভিযোগ করে অভিযুক্ত করেন। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই ঘটনা তাদের দলের সঙ্গে যুক্ত নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) লাদাখ হিংসা নিয়ে সামনে এল অফিসিয়াল ব্যাখ্যা
লাদাখের লেহে শহরে সাম্প্রতিক সহিংসতায় ৪ জন নিহত হয়েছে এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। কেন্দ্রের শীর্ষ আধিকারিকরা বলছে, এই ঘটনা কোনও আকস্মিক নয়, বরং সবটাই পরিকল্পিত। আন্দোলনকারীদের মধ্যে সোনম ওয়াংচুক রাজনৈতিক উদ্দেশ্যেই তরুণ সমাজকে বিভ্রান্ত করে তুলছে। সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর দিল্লির বৈঠকের জন্য প্রতিনিধি দল পাঠানো হওয়ার কথা ছিল। অথচ তার আগেই ঘটে এই সহিংসতা। সরকারি কর্মকর্তারা অভিযোগ করছে, কিছু কংগ্রেস নেতার উস্কানিমূলক মন্তব্যে ভাঙচুর শুরু হয়েছে। কেন্দ্র সরকার মনে করছে, লাদাখের যুবক দল ভুল পথে পরিচালিত হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলায় খানাকুলে BDO, BJP বিধায়কের তুমুল বচসা
খানাকুল ১ ব্লক অফিসে বিডিও অরিন্দম মুখার্জী এবং বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মধ্যে তুমুল বচসা বাধে। রাস্তাঘাট এবং উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠকের সময় বিধায়ক অভিযোগ তুলেছেন, বিডিও প্রশাসনের বদলে শাসক দলের হয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটুক্তি করায় বিডিও প্রতিবাদ করে। এমনকি তাঁকে “দিদি” বলা সম্বোধন করেন। তবে এরপর বিজেপি বিক্ষোভে নামে আর বিডিওর অপসারণেরও দাবি করে। অন্যদিকে ভোটার তালিকার কাজে অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ উঠেছে, যা বিডিও অস্বীকার করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন