মানেনি নিয়ম, ৫ ব্যাঙ্কের উপর মোটা অঙ্কের জরিমানা চাপাল RBI!

Published on:

RBI Penalty

সৌভিক মুখার্জী, কলকাতা: পাঁচ-পাঁচটি ব্যাঙ্কের উপর আবারও চড়াও হল আরবিআই। নিয়ম না মানার কারণে মোটা অঙ্কের আর্থিক জরিমানা (RBI Penalty) চাপিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানা গিয়েছে, ব্যাঙ্কগুলির মধ্যে অনেকেই হাউসিং ফাইন্যান্সে অনুমোদিত সীমার বাইরে বিনিয়োগ করেছে। এমনকি কোথাও কোথাও কেওয়াইসি-তে গাফিলতি, আবার কোথাও সাইবার সিকিউরিটি দুর্বলতা ধরা পড়েছে। তবে কোন কোন ব্যাঙ্ক? গ্রাহকদের উপর কি কোনও প্রভাব পড়বে? জানুন আজকের প্রতিবেদনে।

গায়ত্রী কো-অপারেটিভ আরবান ব্যাঙ্কের উপর সর্বাধিক জরিমানা

তেলেঙ্গানার গায়ত্রী কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেডের উপর আরবিআই এবার 10 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। অভিযোগ উঠছে, গ্রাহকদের কাছ থেকে বীমা পলিসি বিক্রি করার সময় তারা সঠিক তথ্য আর স্বচ্ছতা বজায় রাখেনি। আর এই কাজ আরবিআই-এর নিয়ম ভঙ্গ করার তালিকাতেই উঠে এসেছে। এমনকি গুজরাটের মকরপুরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপরেও 2 লক্ষ টাকা জরিমানা চাপিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

সাইবার সিকিউরিটির দুর্বলতা

ইনফর্মাল নিউজের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কর্ণাটকের সাউথ কানাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে অভিযোগ আরও গুরুতর। তারা হাউসিং ফাইন্যান্সে অনুমোদিত সীমার বাইরে গিয়ে অর্থ বিনিয়োগ করেছে। এমনকি অন্য এক সমবায় প্রতিষ্ঠানের শেয়ারও কিনে ফেলেছে। আর এই দুটি কাজই ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট লঙ্ঘন করার তালিকায় পড়ছে। এ কারণেই ব্যাঙ্কটিকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও দুটি ব্যাঙ্কের উপর জরিমানা

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের গুন্টুর ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক লিমিটেড এবং তামিলনাড়ুর সার্কেল পোস্টাল কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক লিমিটেডের উপর আরবিআই এবার 50 হাজার টাকা করে জরিমানা করেছে। জানা যাচ্ছে, গুন্টুর ব্যাঙ্ক গ্রাহকদের কেওয়াইসি তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পোর্টালে আপলোড করতে পারেনি। আর তামিলনাড়ুর ব্যাঙ্কটি অনুমোদিত সীমার থেকে বেশি সুদে আমানত সংগ্রহ করেছে।

আরও পড়ুনঃ চতুর্থীর দিন সামান্য কমল সোনার দাম, চড়ল রুপোর দর! আজকের রেট

গ্রাহকের উপর কি প্রভাব পড়বে?

রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই জরিমানা শুধুমাত্র নিয়ম ভঙ্গের কারণেই। এতে কোনও গ্রাহক বা দৈনন্দিন লেনদেনের উপর প্রভাব পড়বে না। কিন্তু ভবিষ্যতে যাতে গ্রাহকদের অর্থ সুরক্ষিত থাকে, তার জন্যই এই ব্যাঙ্কগুলোর উপর আরবিআই জরিমানা আরোপ করেছে। তাই অযথা চিন্তা করার কোনও কারণ নেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥