সহেলি মিত্র, কলকাতাঃ দর্শকদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। শেষ হল স্টার জলসার জনপ্রিয় মেগা ‘গীতা LLB’-র (Geeta LL.B) পথচলা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। হয়ে গেল শেষ দিনের শ্যুটিংও। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় বাজ ভেঙে পড়েছে সিরিয়াল প্রেমীদের। বিগত ২ বছরে এই মেগাকে বাঙালি দর্শক অনেকটাই ভালোবেসে ফেলেছিলেন। প্রথমদিকে টিআরপি তালিকার একদম প্রথমের দিকেও থাকত এটি। তবে সেই যে কথায় আছে না, যার শুরু আছে তার শেষও আছে। এই মেগার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
শেষ হল ‘গীতা LLB’
ইতিমধ্যে মেগাটি যে বন্ধ হচ্ছে সে বিষয়ে শিলমোহর দিয়েছেন ‘মেহেক’ অর্থাৎ কৌশিকী পাল। সে নিজের ইনস্টাগ্রামে বিষয়টি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বিগত কিছু সময়ের বেশ কিছু ছবি, রিল দিয়ে একটি থ্রোব্যাক জার্নি শেয়ার করেছেন। সেইসঙ্গে লিখেছেন, ‘And that’s a wrap.’ অর্থাৎ শেষ হল মেগা।
কৌশিকী আরও লেখেন, ‘এটাই শেষ। আমরা শেষ দৃশ্যের শুটিং করছি। ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও এই গল্পটা সকলের মনে গেঁথে থাকবে। দর্শককে ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ব্লু প্রোডাকশনকে অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য, আমি গীতা এলএলবি-র অংশ হতে পেরে সম্মানিত।।’
২০২৩ সালে শুরু হয়েছিল মেগা
জানিয়ে রাখি, জনপ্রিয় বাংলা টেলিভিশন শোগুলোর মধ্যে একটি, গীতা এলএলবি, আদালতের নাটক, রোমাঞ্চ এবং ক্ষমতায়নের অনন্য মিশ্রণে দর্শকদের মোহিত করত। গীতার সঙ্গে কী ঘটছে, তার চারপাশে কী ঘটছে, তা দেখানো হয়েছে সিরিয়ালটিকে। শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মেগাটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। সাম্প্রতিক পর্বগুলোতে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ দেখা যাচ্ছিল এবং সেগুলির সঙ্গে কীভাবে গীতা মোকাবিলা করছিলেন সেটাও দেখানো হয়। তবে আর শেষ রক্ষা হল না। মাত্র দু বছরের মাথায় বন্ধ হয়ে গেল মেগাটি।