প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ পরিকল্পনার পর অবশেষে আজ কলকাতায় পুজো উদ্বোধন করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে আজ বিকেল পর্যন্ত দফায় দফায় বদল হল তাঁর সফরসূচিতে। শুরুতে কথা ছিল তিনটি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই পরিকল্পনা পরিবর্তন হওয়ায় এইমুহুর্তে সর্বশেষ সূচি অনুযায়ী, তিনটে নয়, দুটো পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তালিকা থেকে বাদ পড়ছে দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চাপা উত্তেজনা।
শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন শাহের
পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্গাপুজো উদ্বোধনের জন্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই বিমানে চেপে কলকাতা এসে পৌঁছেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রাতেই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য, দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহাও। তাঁদের সঙ্গে দেখা করে সেখান থেকে অমিত শাহ নিউটাউনের একটি হোটেলে চলে যান এবং সেখানেই তিনি থাকছেন বলে। জানা গিয়েছে আজ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, সল্টলেকের EZCC এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ এই তিনটি কমিটির পুজো উদ্বোধন করবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়।
কালিঘাট মন্দিরে পুজো দেবেন শাহ
আনন্দবাজারের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসার আগে সময়সূচি বদলায়। জানা যায়, তিনটে নয়, আজ দুটো পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ। সূচি অনুযায়ী আজ সকালে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ উদ্বোধন করবেন তিনি। সকাল ১১টা নাগাদ সন্তোষ সেখানে পৌঁছবেন। যেই পুজো মণ্ডপের আয়োজন করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পরে পরিকল্পনা অনুযায়ী তিনি দক্ষিণ কলকাতার কালিঘাট মন্দিরে যাবেন। সেখান থেকে সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে বিজেপি-সমর্থিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি।
উদ্বোধন বাতিল নিয়ে কটাক্ষ শাসকদলের
একদিকে যখন লাগাতার একের পর এক পুজোর উদ্বোধন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই আজ অর্থাৎ শুক্রবার পুজো উদ্বোধনের উৎসবে নামতে চলেছেন অমির শাহ। আর তাতেই রাজনৈতিক দ্বন্দ্বের গন্ধ পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে তাই প্রশ্ন উঠছে বিধানসভা ভোটের আগেও কি তবে পুজো উদ্বোধনে রাজনীতির টক্কর চলবে? কিন্তু শেষ মুহূর্তে অমিত শাহের একটি পুজো উদ্বোধন বাতিল হতেই কটাক্ষের ঝড় উঠে আসে শাসকদলের তরফ থেকে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় সেক্ষেত্রে লিখেছিলেন যে, লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সঙ্ঘে ২৬ সেপ্টেম্বর চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও সেই নিয়ে পাল্টা কোন প্রতিক্রিয়া দেখায়নি বিজেপি।
আরও পড়ুন: আসানসোলের জুবলি মোড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে খাক দাঁড়িয়ে থাকা ট্রাক
প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে ২৬- এর বিধানসভা নির্বাচন। তাই পুজোর পর বিজেপি যে এই রাজ্যের বিধানসভা ভোটের জন্য ঝাঁপাতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। কারণ কিছুদিন আগেই রাজ্যের বেশ কিছু পদে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্যের নেতাদের। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। এবং তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিপ্লব দেবকে। তবে এই নিয়েও কুণাল ঘোষ কটাক্ষ করতে ছাড়েনি।