‘জুবিন দা ছাড়া আমি বেঁচে থেকে কী করব?’ গায়কের মৃত্যুশোকে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ যুবকের

Published on:

zubeen garg

সহেলি মিত্র, কলকাতা: বিখ্যাত গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুতে দেশ জুড়ে শোকে ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে আসামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিখ্যাত গায়কের অকাল প্রয়াণ যেন দেশবাসী মেনেই নিতে পারছেন না। গায়কের মৃত্যু যে বিশেষ করে আসামবাসীর চোখের জল যেন শুকোতেই চাইছে না। এসবের মাঝেই আসামের এক যুবক যা কাণ্ড ঘটাল তা গোটা দেশকে রীতিমতো কাঁপিয়ে রেখে দিয়েছে। জুবিন গর্গ আর নেই, এই দুঃখে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিলেন এক যুবক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

জুবিন গর্গের মৃত্যু শোকে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ যুবকের

রিপোর্ট অনুযায়ী, বুধবার গুয়াহাটির সারা ঘাট সেতুতে এক যুবক শোকে আচ্ছন্ন হয়ে আত্মহত্যা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবকটি প্রথমে নিজের কাপড় ছিঁড়ে চিৎকার করে বলে, “জুবিন দা যখন আর নেই তখন আমি আর কী করব? জয় জুবিন দা!” এরপর সে ব্রহ্মপুত্র নদে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে খবর দেয়। স্বাভাবিকভাবেই প্রত্যক্ষদর্শীরা এহেন হতবাক হয়ে যান এবং কিছুই করতে পারেননি।

এরপর পান্ডু পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সুয়ালকুচি পাহাড় পর্যন্ত ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, নদীতে এখনো তল্লাশি অভিযান চলছে।

জুবিনের ম্যানেজারের বাড়িতে SIT-র অভিযান

এদিকে, বৃহস্পতিবার সকালে, গুয়াহাটির দাতলপাড়া এলাকায় জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে অভিযান চালায় এসআইটি । সূত্রের খবর, সকাল থেকেই সিআইডি অফিসারদের একটি দল তিনতলা ভবনের বাইরে উপস্থিত ছিল। প্রায় দুই ঘন্টা পর্যবেক্ষণের পর, দলটি 3A নম্বর ফ্ল্যাটে প্রবেশ করে। এই ফ্ল্যাটটি একটি 3BHK ইউনিট, যেখানে সিদ্ধার্থ শর্মা এবং তার পরিবার ২০১৯ সাল থেকে বসবাস করছেন।

একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালানো হয় এবং প্রায় এক ঘন্টা ধরে অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় কী উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে জুবিন গর্গের ভক্তদের একটি ভিড় ঘটনাস্থলে উপস্থিত হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥